‘এআই থেকে একচেটিয়া মুনাফাকে প্রধান্য দিচ্ছে বড় বড় কোম্পানিগুলো’

‘এআই থেকে একচেটিয়া মুনাফাকে প্রধান্য দিচ্ছে বড় বড় কোম্পানিগুলো’
‘এআই থেকে একচেটিয়া মুনাফাকে প্রধান্য দিচ্ছে বড় বড় কোম্পানিগুলো’

টেকভিশন২৪ ডেস্ক: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মুনাফা অর্জন করাকেই বিশ্বের বড় বড় কোম্পানিগুলো প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘এআই থেকে বিপুল মুনাফা অর্জন করতে গিয়ে বড় বড় কোম্পানিগুলো যে ঝুঁকি তৈরি করছে, সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় গুতেরেস এমন মন্তব্য করেন। এ সময় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিটি অগ্রগতি অনাকাঙ্ক্ষিত হুমকি বাড়িয়েছে। একে তো জলবায়ু সঙ্কটের মতো বিপদ আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে এআই নামের আরেক বিপদ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনা সঙ্কই মোকাবিলা করার সক্ষমতা নেই।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে গুতেরেস আরও বলেন, টেকসই উন্নয়নে এআই প্রযুক্তির নিঃসন্দেহে অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু এই প্রযুক্তি যেভাবে বিস্তার লাভ করছে, তাতে অর্থনীতিতে বিদ্যমান বৈষম্য আরও প্রকট হবে।

গুতেরেস অভিযোগ করে বলেন, বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মানবাধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক প্রভাব উপেক্ষা করে এআই থেকে বিপুল মুনাফা অর্জনকেই প্রধান্য দিচ্ছে।

তবে প্রযুক্তি জায়ান্টগুলো এ সব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো ক্ষতিকর উদ্দেশ্যে এআই ব্যবহার করে না। এআই ব্যবহারের মাধ্যমে বরং কর্মসংস্থান আরও বাড়বে বলে তারা দাবি করেছে।  

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন