উপায়-এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বিকাশমান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ এর প্রথম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেড ‘উপায়’ ব্র্যান্ড নামে দেশব্যাপী এমএফএস সেবা প্রদান করে যাচ্ছে।

ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য মোহম্মদ শওকত জামিল, বশির আহমেদ, এটিএম তাহমিদুজ্জামান, স্বতন্ত্র পরিচালক আশরাফ বিন তাজ এবং ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার।

এছাড়াও উপায় এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশজুড়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানের লক্ষে ইউসিবি জুলাই ৩০, ২০২০ সালে ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেড নামক একটি সাবসিডিয়ারি গঠন করে। মার্চ ১৭, ২০২১ সালে কোম্পানীটির বানিজ্যিক কার্যক্রম শুরু হয়।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন