ইউটিউব সিইও হলেন ভারতের নীল মোহন

টেকভিশন২৪ ডেস্ক:  জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

৪৯ বছর বয়সী নীল মোহন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ২০০৮ সালে গুগলে যোগ দেন। প্রথম দিকে বিজ্ঞাপন সংক্রান্ত কাজ করতেন। ২০১৫ সাল থেকে তিনি ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত রয়েছেন। তারপর থেকেই ইউটিউব কন্টেন্টের ক্ষেত্রে নতুন বেশ কয়েকটি প্ল্যাটফর্ম চালু করেন মোহন।

এর আগে ইউটিউবের ইউটিউব এর সিইও পদে কর্মরত ছিলেন সুসান ওজস্কি। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এক ব্লগ পোস্টে সুসান লিখেন, তিনি এখন পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে চান।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন