আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ

আইফোন
আইফোন

টেকভিশন২৪ ডেস্কঃ আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ। আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের জন্য যারা অপেক্ষায় আছেন তাদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হবে। অ্যাপল জানিয়েছে, নতুন দুটি ডিভাইস পেতে গ্রাহকদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

করোনা মহামারির কারণে চীনের হেনান প্রদেশে লকডাউন চলছে। সেখানে ফক্সকনের বৃহত্তম কারখানা। তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান ফক্সকন ৭০ শতাংশ আইফোন উৎপাদন করে। কারখানাটিতে উৎপাদন হ্রাস পাওয়ায় সরবরাহে দেরি হচ্ছে।

কঠোর কোভিড নীতির কারণে সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছে। নতুন করে লকডাউন আরোপ করা হলে কারখানার অনেক কর্মীকে কাঁটাতার ও দেওয়াল টপকে পালিয়ে যেতে দেখা যায়। এতে কর্মী সঙ্কটে পড়ে ফক্সকন।

অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, চীনে লকডাউনের কারণে আইফোন উৎপাদন সাময়িক ব্যাহত হয়েছে। এ কারণে যে পরিমাণ নতুন আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের চালান পাওয়ার প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে কম পাওয়া যাবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন