অ্যান্ড্রয়েড ১৩: চার্জার কাজ করছে না পিক্সেল ফোনে

অ্যান্ড্রয়েড ১৩

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: সম্প্রতি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ১৩’ উন্মুক্ত করেছে গুগল। সবার আগে গুগল তাদের তৈরি পিক্সেল ফোনে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আপডেট করে। আপডেট পরবর্তী সময়ে পিক্সেল সিরিজের একাধিক ফোনে ওয়্যারলেস চার্জিং সিস্টেম ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে।

নাইনটুফাইভগুগল জানিয়েছে, গুগলের পিক্সেল ফোন ব্যবহারকারীরা অভিযোগ করেছেন- তাদের ফোনে অ্যান্ড্রয়েড ১৩ আপডেট আসার পর ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি কাজ করছে না।

গুগল পিক্সেল ৪, পিক্সেল ৪ এক্সএল এর ব্যবহারকারীরা চার্জিং সিস্টেমের সমস্যা নিয়ে বেশি অভিযোগ করছেন। অন্যান্য সিরিজের ব্যবহারকারীরাও কমবেশি সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। তবে গুগলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

নতুন অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তায় বেশ পরিবর্তন এসেছে।

বলা হচ্ছে, গুগলের নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে একাধিক চমক রয়েছে। ফোনের স্ক্রিনে আগের চেয়ে বেশি কাস্টমাইজেশনের অপশন রয়েছে। ফোনের থিম অনুযায়ী সব অ্যাপের আইকন বদলে ফেলা যাবে। নির্দিষ্ট ভাষায় অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে। এর ফলে ফোনের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন না করেই পছন্দের ভাষায় যে কোন অ্যাপ ব্যবহার করা যাবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন