স্মার্টগ্লাস দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন

স্মার্টগ্লাস
স্মার্টগ্লাস

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নয়েজ। প্রতিষ্ঠানটি স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস তৈরি করে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। এবার নয়েজের নজর স্মার্টগ্লাসের দিকে। বাজারে এনেছে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টগ্লাস। যার মডেল আই১। সংস্থাটি দাবি করেছে, ব্যবহারকারীরা যে সমস্ত স্মার্টগ্লাস এর আগে দেখেছেন বা ব্যবহার করেছেন তার থেকে ব্যতিক্রম এটি। কারণ এতে রয়েছে অডিও ফিচার, পাশাপাশি ক্যামেরার পরিবর্তে রয়েছে বেশ কিছু স্পিকার।

সংস্থাটি জানিয়েছে, স্মার্টগ্লাসটি একবার চার্জ দিলে টানা ৯ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে। মাত্র ১৫ মিনিট চার্জে ২ ঘন্টা গান শোনা যাবে এতে। ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি রয়েছে স্মার্টগ্লাসে। এর ফলে স্মার্টফোনের সঙ্গে সহজেই এই স্মার্টগ্লাসটি সংযুক্ত হবে। আর স্মার্টফোনের থেকে প্রায় ১০ মিটার পর্যন্ত দূরে থেকেও এটি ভালভাবে কাজ করতে পারবে।

টাচ কন্ট্রোল ফিচার থাকছে নয়েজের স্মার্টগ্লাসে। এর সাহায্যে ব্যবহারকারী ফোন ধরতে পারবেন এবং ফোন দিতেও পারবেন। পাশাপাশি মিউজিক নিয়ন্ত্রণ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার চালুসহ সবই করা যাবে।

পানিতে পড়লেও স্মার্টগ্লাসটি নষ্ট হবে না। এটি শুধু স্মার্টগ্লাস নয় সানগ্লাস হিসেবেও ব্যবহার করা যাবে। সূর্যরশ্মি থেকে চোখকে রক্ষা করবে। এর পাশাপাশি ল্যাপটপ, ফোন এবং ডেস্কটপে কাজ করার সময়েও চোখে আরাম দেবে এই স্মার্টগ্লাস।

নয়েজ আই১ স্মার্টগ্লাসটির দাম ৫ হাজার ৯৯৯ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ২০০ টাকার মতো।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন