টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্বনামধন্য আইটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি আজ থেকে সারাদেশ জুড়ে আনুষ্ঠানিক ভাবে MSI নোটবুক পণ্যের মাসব্যপি স্ক্রাচ এন্ড উইন প্রমোশন ঘোষনা করেছে।
আগামী ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত ইউসিসি’র বাজারজাতকারী যে কোন মডেলের এমএসআই ল্যাপটপ কিনলেই গ্রহকেরা একটি স্ক্রাচ কার্ড পাবেন এবং সেটি ঘষলেই থাকবে 13 Pro Max আই ফোন, রেফ্রিজারেটর, ৪৩ ইঞ্চি 4K স্মাট টিভি সহ আকর্ষনীয় নিশ্চিত সব পুরষ্কার।
গতকাল ইউসিসি’র হেড কোয়াটার এ MSI নোটবুক এর এই মাস ব্যাপী প্রমোশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিসি’র ডিজিএম – চ্যানেল সেলস্, শাহীন মোল্লা, এজিএম – হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জায়নুস সালেকীন ফাহাদ, সিনিয়র ম্যানেজার – প্রাডাক্ট ম্যানেজমেন্ট, নূরুল আলম ভুইয়া মিনার, MSI প্রোডাক্ট ম্যানেজার – ইনটিগ্রেশন স্যলুশন তৌহিদ হোসেন, MSI প্রোডাক্ট ম্যানেজার – কাষ্টমাইজড স্যলুশন, হুমায়ুন কবীর, MSI মার্কেটিং স্পেশালিষ্ট-নোটবুক, ফারদিন হোসেন সহ অনেকে।