ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব) – এর ইন্টারন্যাশনাল রিলেশন, ডিরেক্টর নির্বাচিত হলেন আতাউর রহমান অনিক। তিনি এক্সপ্লোর হলিডেজ এর ম্যানেজিং ডিরেক্টর।
ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব)- এর ২০২৩-২০২৫ সালের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর ২০২৩ইং তারিখে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, রুফটপ রেস্টুরেন্ট, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ ‘‘টিডাব’’ এর বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদ ২০২৩-২০২৫ইং এর ‘‘টিডাব’’ এর ২৩ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয় ।
‘‘টিডাব” নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামিউল আহমেদ, পরিচালনা পরিষদ উপস্থাপন করেন। চেয়ারম্যান আসলাম খান, ডিরেক্টর অপারেশন লায়ন মুক্তার হোসেন চৌধুরী, ডিরেক্টর ফিন্যান্স মোঃ নুরুজ্জামান (সুমন) নির্বাচিত হয়েছেন।
এ প্রসঙ্গে এক্সপ্লোর হলিডেজ এর ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে পর্যটন এর উন্নয়নের জন্য চেষ্টা করে আসছি। এই দায়িত্বের মাধ্যমে আমাদের দেশের মানুষ যারা বাইরে ট্যুরে যায় তাদের যাওয়া এবং আসা আরও সহজলভ্য করা যায় তা নিয়ে কাজ করব।