চাকরির মেয়াদ শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমকে চুক্তিতে একই পদে রেখে দিয়েছে সরকার।
টেকভিশন২৪ ডেস্ক: এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত অনুমোদিত শর্ত দিয়ে নির্ধারণ করা হবে বলে আদেশে বলা হয়েছে।
১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জিয়াউল এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সোর্স: বিডিনিউজ২৪