জার্মানিতে অপো-ওয়ানপ্লাস ফোন বিক্রি নিষিদ্ধ

অপো
অপো-ওয়ানপ্লাস

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ফোরজি এলটিই এবং ফাইভজি পেটেন্ট নিয়ে জার্মান আদালতের দ্বারস্থ ফিনল্যান্ডের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া এবং চীনের অপো। এই দুই সংস্থার মধ্যে ফাইভজি বাস্তবায়ন নিয়ে জোরদার লড়াই চলছে। চীনের সংবাদ মাধ্যম গিজমোচাইনার রিপোর্ট অনুসারে, দুই সংস্থার মধ্যে পেটেন্ট নিয়ে আলোচনার বিচ্ছেদের ফলে জার্মান আদালতে মামলাটি করা হয়৷

জার্মানির তিনটি আঞ্চলিক আদালতে অপোর বিরুদ্ধে নয়টি স্ট্যান্ডার্ড এসেনশিয়াল পেটেন্ট এবং পাঁচটি ইমপ্লিমেন্টেশন পেটেন্টের জন্য মামলা দায়ের করে নকিয়া। দীর্ঘ সময় ধরে চলা মামলার রায় শনিবার ঘোষণা দেয় জার্মান আদালত। এই মামলায় জয়লাভ করে নকিয়া।

তবে নকিয়ার এমন পদক্ষেপকে জঘন্য আচরণ বলে আখ্যা দেয় অপো।

ফাইভজি স্ট্যান্ডার্ড এসেনশিয়াল সেক্টরে প্রায় ১৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ রয়েছে নকিয়ার। তাই বিশেষজ্ঞরা মনে করেন, এই মামলায় নকিয়ার পাল্লা অনেকটাই ভারী ছিল। শুধু তাই নয়, এই প্রযুক্তিতে নকিয়ার ঝুলিতে রয়েছে একাধিক পেটেন্ট। বিগত দিনে লেনোভো এবং ডাইলামার মতো বড় সংস্থাগুলিকে মামলায় পরাজিত করেছে নকিয়া।

জার্মানির ম্যানহাইম আঞ্চলিক আদালত অপোর দায়ের করা মামলা খারিজ করে দেয় এবং কোম্পানিটির লাইসেন্সের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে। যার ফলে, অপো এবং ওয়ানপ্লাসের ফোন জার্মানির বাজারে নিষিদ্ধ ঘোষণা করেছে আদালত। অপো এবং ওয়ানপ্লাস চীনের একই মাদার কোম্পানির। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে দুই সংস্থা কি পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয়।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন