অনলাইনে অস্থায়ী (টেম্পোরারি) ইমেইল ঠিকানার সুবিধা নিয়ে আমরা কম-বেশি পরিচিত। অনেক সেবাপ্রদানকারী প্ল্যাটফর্ম এটি বিনামূল্যে সরবরাহ করে। তবে, অবাক করার বিষয় হলো, এতদিন ধরে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এ ধরনের সেবা আনেনি।
এবার সেই ধারায় পরিবর্তন আসতে পারে। অ্যান্ড্রয়েড অথরিটি সম্প্রতি জিমেইল অ্যান্ড্রয়েড অ্যাপের একটি নতুন ফিচারের খোঁজ পেয়েছে, যার নাম ‘শিল্ডেড ইমেইল’। খবর জিএসএম এরিনা।
শিল্ডেড ইমেইলের মূল ধারণা হলো ব্যবহারকারীদের জন্য একটি অস্থায়ী ইমেইল ঠিকানা তৈরি করে দেয়া। আপনি এই ইমেইল ঠিকানাটি তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করতে পারবেন। কোনো ইমেইল এলে, তা আপনার মূল ইনবক্সে ফরওয়ার্ড হয়ে যাবে।
এই ফিচারটি বিশেষত্ব হলো, যখন ইচ্ছা তখন আপনি এই অস্থায়ী ইমেইল ঠিকানাটি মুছে ফেলতে পারবেন। ফলে স্প্যাম ইমেইল থেকে মুক্তি পেতে ফিল্টার ব্যবহার না করেই সমস্যার সমাধান সম্ভব হবে।
অ্যান্ড্রয়েড অথরিটির তথ্য অনুযায়ী, এই ফিচারে একাধিক শিল্ডেড ইমেইল ঠিকানা ব্যবহারের সুযোগ থাকতে পারে।
শিল্ডেড ইমেইল ফিচারটি বর্তমানে শুধুমাত্র ধারণাগত পর্যায়ে রয়েছে। এটি জিমেইলের কিছু টেক্সট রেফারেন্স ও ইউআইতে দেখা গেছে। তবে, গুগল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে ফিচারটি চালু হতে পারে, আবার গুগল তা বাতিলও করতে পারে।