ট্যাবলেট বাজার থেকে সরে দাঁড়াচ্ছে গুগল!

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের আইপ্যাডের মতো অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে সেভাবে সাফল্য কখনোই আসেনি। গুগলের পিক্সেল ট্যাবলেটও এর ব্যতিক্রম নয়। ২০১৯ সালে ট্যাবলেট উৎপাদন বন্ধ করার পর ২০২২ সালে পিক্সেল ট্যাবলেটের ঘোষণা দিয়েছিলো গুগল। পরে গত বছর এটি বাজারে আসে। তবে সর্বশেষ খবরে জানা গেছে, গুগল আবারও এই ফর্ম ফ্যাক্টর থেকে সরে দাঁড়াচ্ছে।

সম্প্রতি একাধিক শিল্প সূত্রের বরাতে জানা গেছে, গুগল তাদের পিক্সেল ট্যাবলেট ৩ (কোডনাম কিয়োমি) তৈরির কাজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত গত সপ্তাহে নেওয়া হয় এবং সংশ্লিষ্ট সকল টিমকে বিষয়টি জানানো হয়। যারা পিক্সেল ট্যাবলেট ৩ নিয়ে কাজ করছিলেন, তাদেরকে এখন গুগলের অন্যান্য প্রকল্পে স্থানান্তর করা হয়েছে।

এতে বোঝা যাচ্ছে, আসন্ন পিক্সেল ট্যাবলেট ২-ই হতে যাচ্ছে গুগলের শেষ ট্যাবলেট! এই ট্যাবলেটের একটি ভালো দিক হলো এটি একটি অফিসিয়াল কীবোর্ড কেস নিয়ে আসতে পারে, যা পূর্ববর্তী মডেলে ছিল না। তবে হতাশার বিষয় হলো, এর কোনো উত্তরসূরি তৈরি করা হবে না।

গুগলের এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে, ট্যাবলেট বাজারে তাদের আগ্রহ কখনোই তেমন দৃঢ় ছিল না। অ্যান্ড্রয়েডে ট্যাবলেটভিত্তিক ফিচার একীভূত করার ক্ষেত্রে গুগলের উদাসীনতা অ্যাপলকে বাজারে আধিপত্য বিস্তারের সুযোগ করে দিয়েছে।

তবে গুগল সম্পূর্ণভাবে ট্যাবলেট প্রযুক্তি ছেড়ে দিচ্ছে না। তারা অ্যান্ড্রয়েডের সঙ্গে ক্রোম ওএস একীভূত করে নতুন ধরনের ল্যাপটপ আনার পরিকল্পনা করছে। গুগলের এই অদ্ভুত কৌশল নিয়ে অনেকেই বিভ্রান্ত, এবং এর পেছনে নির্দিষ্ট কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল।

সূত্র : জিএসএম এরিনা

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন