টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক তাহমিনা রহমানকে বরখাস্ত করা হয়েছে। ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে দেওয়া তাঁর এক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু গণমাধ্যমকে জানান, তাহমিনা রহমানকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।
তাহমিনা রহমান বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিলে, তিনি তাঁদের ‘ডাবল অ্যাবসেন্ট’ দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে তিনি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান।
তবে বিষয়টি ঘিরে যে বিতর্ক তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়।