টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল রেসপন্স সেন্টার (ডিআরসি) এবং ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ২ জুলাই স্বাক্ষরিত এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ড উন্নয়ন কার্যক্রমকে শক্তিশালী করা এবং শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধির জন্য কার্যকর কৌশল বাস্তবায়ন।
ইউসেটের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফজলুল হক এবং ডিআরসির পক্ষে স্বাক্ষর করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।
বিশেষভাবে, ডিআরসির সমন্বয়ে পরিচালিত আধুনিক ডিজিটাল মার্কেটিং কার্যক্রম, কনটেন্ট প্রমোশন এবং সোশ্যাল মিডিয়া কৌশলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং ও পরিচিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফলে শিক্ষার্থীদের মধ্যে আস্থা ও আগ্রহ বৃদ্ধি পাবে এবং নতুন শিক্ষার্থী ভর্তির হার ইতিবাচকভাবে বৃদ্ধি পাবে। ইউসেটের জন্য কনটাক্ট সেন্টার পরিচালনার কাজেও ডিআরসি যুক্ত থাকবে, যা শিক্ষার্থীদের সাথে আরও কার্যকর যোগাযোগ ও সহায়তা প্রদান নিশ্চিত করবে।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেটের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপার্সন, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং ডিআরসির ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।