মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ণ
26.6 C
Dhaka

চলতি অর্থবছরের আর্থিক ফলাফল প্রকাশ করেছে ওরাকল

  • চতুর্থ প্রান্তিকে শেয়ার প্রতি আয়: জিএএপি ইপিএস ও নন- জিএএপি ইপিএস যথাক্রমে ৩৯ শতাংশ ও ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৩৭ ও ১.৫৪ মার্কিন ডলার হয়েছে।
  • চতুর্থ প্রান্তিকে ক্লাউড অ্যাপ্লিকেশন থেকে আয়: ফিউশন ইআরপি, ফিউশন এইচসিএম ও নেটসুইট ইআরপি থেকে যথাক্রমে ৪৬ শতাংশ, ৩৫ শতাংশ ও ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
  • চতুর্থ প্রান্তিকে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার থেকে আয়: দ্বিতীয় প্রজন্মের ক্লাউড ও অটোনোম্যাস ডাটাবেজ থেকে আয় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

টেকভিশন২৪ ডেস্ক:  ওরাকল কর্পোরেশন ২০২১ সালের চতুর্থ প্রান্তিকেন আর্থিক ফলাফল প্রকাশ করেছে ১৫ জুন, ২০২১। বছরান্তে ওরাকলের মোট ত্রৈমাসিক আয় ৮ শতাংশ বেড়ে ১১.২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ক্লাউড সার্ভিস ও লাইসেন্স সাপোর্ট থেকে আয় ৮ শতাংশ বেড়ে ৭.৪ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্লাউড লাইসেন্স ও অন-প্রিমিজেজ লাইসেন্স থেকে আয় ৯ শতাংশ বেড়ে ২.১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

চতুর্থ প্রান্তিকে জিএএপি অপারেটিং আয় ৫ শতাংশ বেড়ে ৪.৫ বিলিয়ন ডলার হয়েছে যেখানে জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৪০ শতাংশ। নন-জিএএপি অপারেটিং আয় ৬ শতাংশ বেড়ে ৫.৪ বিলিয়ন ডলার হয়েছে যেখানে নন-জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৪৯ শতাংশ। জিএএপি ও নন-জিএএপি মোট আয় যথাক্রমে ২৯ শতাংশ ও ২০ শতাংশ বেড়ে ৪ ও ৪.৫ বিলিয়ন ডলার হয়েছে। প্রতি শেয়ারে জিএএপি ও নন-জিএএপি আয় ৩৯ শতাংশ ও ২৯ শতাংশ করে বেড়ে যথাক্রমে ১.৩৭ ও ১.৫৪ ডলার হয়েছে।

স্বল্পমেয়াদী স্থগিত রাজস্ব গত বছরের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮.৮ বিলিয়ন ডলার হয়েছে। অপারেটিং অর্থ প্রবাহ ২১ শতাংশ বেড়ে গত বারো মাসের মধ্যে রেকর্ড ১৫.৯ বিলিয়ন ডলার হয়েছে।

২০২১ অর্থবছরে মোট রাজস্ব ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৪০.৫ বিলিয়ন ডলার। ক্লাউড সার্ভিস এবং লাইসেন্স সাপোর্ট রাজস্ব ৫ শতাংশ বেড়ে ২৮.৭ বিলিয়ন ডলার হয়েছে। ক্লাউড লাইসেন্স এবং অন-প্রিমিসেস লাইসেন্স রাজস্ব ৫ শতাংশ বেড়ে দাড়িয়েছে ৫.৪ বিলিয়ন ডলার।

চলতি ২০২১ অর্থবছরে জিএএপি অপারেটিং আয় ৯ শতাংশ বেড়ে ১৫.২ বিলিয়ন ডলার হয়েছে যেখানে জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৩৮ শতাংশ। নন-জিএএপি অপারেটিং আয় ৯ শতাংশ বেড়ে ১৯.০ বিলিয়ন ডলার হয়েছে যেখানে নন-জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৪৭ শতাংশ। জিএএপি ও নন-জিএএপি মোট আয় যথাক্রমে ৩৬ শতাংশ ও ১১ শতাংশ বেড়ে ১৩.৭ ও ১৪.১ বিলিয়ন ডলার হয়েছে। প্রতি শেয়ারে জিএএপি ও নন-জিএএপি আয় ৪৮ শতাংশ ও ২১ শতাংশ করে বেড়ে যথাক্রমে ৪.৫৫ ও ৪.৬৭ ডলার হয়েছে।

ওরাকলের সিইও সাফরা কার্টজ বলেন, “আমরা চতুর্থ প্রান্তিকে ব্যবসায় অসাধারণ কৃতিত্ব দেখিয়েছি যেখানে মোট আয় প্রায় ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে ও শেয়ার প্রতি নন-জিএএপি আয় ০.২৪ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের ক্লাউড অ্যাপ্লিকেশন ব্যবসায় অভাবনীয় সাফল্য এসেছে। বর্তমানে আমাদের ওরাকল ফিউশন পৃথিবীর সর্ববৃহৎ ক্লাউড ইআরপি ব্যবসা এবং ওরাকল নেটসুইট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্লাউড ইআরপি ব্যবসা।”

ওরাকলের চেয়ারম্যান ও সিটিও ল্যারি এলিসন বলেন, “বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুটি ডাটাবেজ হল ওরাকল অটোনোম্যাস ডাটাবেজ ও ওরাকল এমওয়াইএসকিউএল। অতীতের ধারাবাহিকতায় এবারো ওরাকল ডাটাবেজ আমাদের ভাল মুনাফা উপহার দিয়েছে।”

বোর্ড অব ডিরেক্টরস শেয়ার প্রতি ০.৩২ ডলার মুনাফা ঘোষণা করেছে। এই মুনাফা ১৫ জুলাই ২০২১ তারিখের মধ্যে শেয়ারহোল্ডারদের দিয়ে দেয়া হবে যা তারা ২৯ জুলাই ২০২১ তারিখে তুলতে পারবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ফেসবুক পেজ ও আউটলেটে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

টেকভিশন২৪ ডেস্কঃ শিশু প্রসাধনী এবং পণ্য যারা প্রতিনিয়ত খোঁজ করেন।...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

আইএসপিএবি নির্বাচনে ১৩ পদে লড়ছেন ২৪ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর...

ইনফিনিক্স নোট ৫০ সিরিজের এক্সপেরিয়েন্স ইভেন্ট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন নোট...

কোর্স ফি-তে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক, ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: স্কুল-কলেজের পড়াশুনা থেকে শুরু করে চাকরির প্রস্তুতি,...

দেশের বাজারে এলো টেকনো ক্যামন ৪০ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: প্রি-অর্ডার পর্বে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img