মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:১৫ পূর্বাহ্ণ
22 C
Dhaka

অ্যাসোসিও ডিএক্স পুরস্কার পেয়েছে রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাসোসিও ডিএক্স ২০২৪ পুরস্কার অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে আরও একটি স্বীকৃতি পেল বাংলাদেশি টেক কোম্পানি রাইজআপ ল্যাবস। অ্যাসোসিও পুরস্কার তালিকার প্রধান ক্যাটাগরি “আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি”-তে পুরস্কারটি লাভ করেছে প্রতিষ্ঠানটি।

- Advertisement -

এ বছর এই ক্যাটাগরিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৯টি দেশ থেকে মোট ১২টি বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ পুরস্কার জয়ে উচ্ছ্বসিত রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক বলেন, “এ পুরস্কার বিজয়ী হয়ে আমরা সত্যিই আনন্দিত। এটি শুধু রাইজআপ ল্যাবসের অর্জন নয়; এই পুরস্কারটি দেশের অর্জন”।

তিনি আরও বলেন, “রাইজআপ ল্যাবস শুরু থেকেই বিশ্বমানের আইটি সেবা ও টেকনোলজি সমাধান প্রদানকারী কোম্পানি।  বিগত বছরজুড়ে আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে টেক খাতে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। আমাদের ওয়েব ৩.০, অটোমেশন, ডেটা অ্যানালিটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ক্লাউড কম্পিউটিং, গেম ডেভেলপমেন্টের মতো উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিশেষজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, অ্যাসোসিও ডিএক্স পুরস্কার প্রতি বছর প্রতিষ্ঠানটির প্রধান অনুষ্ঠান “ডিজিটাল সামিট”-এ আয়োজিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের টেক প্রতিষ্ঠানগুলির উল্লেখযোগ্য সাফল্যকে সম্মান ও স্বীকৃতি দেওয়া এই পুরস্কারটির প্রধান উদ্দেশ্য। যুগান্তকারী উদ্ভাবন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে পথপ্রদর্শক, মনোনীত কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অবদানগুলোকে সযত্নে বিবেচনা করা হয় পুরস্কারের জন্য। নতুন এবং প্রতিশ্রুতিশীল প্রযুক্তি সম্পন্ন পণ্য ও সমাধান প্রদানকারী কোম্পানিগুলো বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাসোসিও ডিএক্স পুরস্কার লাভ করে।

প্রযুক্তির অগ্রগতিতে কোম্পানিগুলোর নেতৃত্ব এবং টেক খাতে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিতে ১০টি ক্যাটাগরিতে অ্যাসোসিও ডিএক্স পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ‘আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি’, যা উদীয়মান প্রযুক্তির ব্যবহার এবং অঞ্চলটিতে সেগুলোর প্রভাব বৃদ্ধির জন্য কোম্পানিগুলোর অবদানকে বিশেষভাবে মূল্যায়ন করে। এই ক্যাটাগরিতে সরকারি ও বেসরকারি কোম্পানি উভয়ের অবদানকেই গুরুত্ব দেওয়া হয়। 

এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) হলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি ২৪-সদস্য বিশিষ্ট আইসিটি ফেডারেশন। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা এই আন্তর্জাতিক আইসিটি বাণিজ্য সংস্থার বর্তমানে সদস্য বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ ২৪টি দেশ।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আর্মি আইবিএ আইটি ক্লাব উদ্বোধন করেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

টেকভিশন২৪ ডেস্ক: সাভার ক্যান্টনমেন্টের আর্মি আইবিএ অডিটোরিয়ামে গত ২৬...

বাহরাইনে উইটসার বোর্ড মিটিংয়ে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় তাদের বোর্ড মিটিংয়ের আয়োজন...

সর্বশেষ

স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: ছাদে আড্ডা, ক্লাসের ফাঁকে স্টাডি সেশন, ক্যাম্পাস...

বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড প্রো ৫আই

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো...

৮ ডিসেম্বর শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।...

ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img