স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধন, ৫জি অভিজ্ঞতা দিতে মেলায় থাকছে টেলিটক

আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০২২’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

আজ বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস এর চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দিন, অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং, ট্রানশন বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক, ভিভো বাংলাদেশ এর সেলস ডিরেক্টর শ্যারন ওয়েন, রিয়েলমি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক টিম শাও,  স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ, ডিএক্স গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও দেওয়ান কানন এবং মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান।

আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষনা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ‘এ আয়োজনে প্রথমবারের মতো ৫জি অভিজ্ঞতা নেয়ার সুযোগ থাকছে আগ্রহী সকল দর্শকদের জন্য। এ অভিজ্ঞতা টেলিটক বাংলাদেশের স্টল থেকে যে কেউ নিতে পারবেন। এছাড়া এটা গর্বের সঙ্গেই বলতে পারি যে এ আয়োজনে যুক্ত হওয়া স্মার্টফোনগুলো বেশির ভাগের উৎপাদনই বাংলাদেশে হচ্ছে।’ তথ্যপ্রযুক্তি খাতের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, গত ৩৫ বছর ধরে তথ্যপ্রযুক্তির খাতের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী চিন্তায় আমরা অনেক দূর এগিয়েছি। সে পথে এগিয়ে গেলে আশা করছি আমরা আরো বহুদূর যেতে পারবো। তিনি এ আয়োজনে সকলের জন্য প্রথমবারের মতো ৫জি অভিজ্ঞতা নেয়ার সুযাগ করে দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, গত ১২ ই ডিসেম্বর আমরা বাংলাদেশে ৫জি চালু করেছি এবং আজ ৬ই জানুয়ারি, স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ এ বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো এখানে সরাসরি ৫জির অভিজ্ঞতা অর্জন করতে পারছে। এজন্যে আমি টেলিটক ও হুয়াওয়েকে ধন্যবাদ দিচ্ছি। এছাড়া একটা আশার বিষয় হচ্ছে ২০১৯ সালে আমি দেখেছি যে  হুয়াওয়ের টেলিকমিউনিকেশন সেক্টরে ৫,০০০ এর বেশি পেটেন্ট রয়েছে। বাংলাদেশে আমরা সেগুলোর কার্যকরী ব্যবহার করতে পারব।

হুয়াওয়ে টেকনোলজিস এর চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিতে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মোবাইল ব্যবহারকারী যেমন অনেক বেড়েছে তেমনি টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের সহযোগী হিসেবে উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। বাংলাদেশের এ অগ্রযাত্রায় ২জি থেকে শুরু করে ৫জি পর্যন্ত সব ধরনের কার্যক্রমে আমরা থাকতে পেরে আনন্দিত। বিনিয়োগ দক্ষতার দৃষ্টিকোণ থেকে, ডিজিটালাইজেশন এবং টেলিকম-আইসিটিতে বিনিয়োগ আইসিটির অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের চেয়ে ৬.৭ গুণ বেশি কার্যকরী। হুয়াওয়ে বাংলাদেশের মোবাইল যোগাযোগের অভুতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে এবং এক্ষেত্রে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে আমরা বাংলাদেশ ফাইভজি টুবি ইউজ কেস উন্মোচন করবো এবং স্থানীয় সমাজে ফাইভজি বিস্তারে সহায়তা করবো।  

টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দিন বলেন, ১২ ডিসেম্বর পরীক্ষামূলক ভাবে দেশে ৫জি প্রযুক্তি সুবিধা চালু হয়েছে। আমরা খুবই আনন্দিত যে এ আয়োজনের মাধ্যমে আমরা সরাসরি দর্শকদের ৫জি অভিজ্ঞতার সুযোগ করে দিতে পেরেছে। আমি সকলকে টেলিটকের স্টলে এ অভিজ্ঞতা নেয়ার আহ্বান জানাচ্ছি।  

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, স্মার্টফোনের বাজারে সবসময় ইনোভেটিভ স্মার্টফোন তৈরিতে কাজ করে যাচ্ছে অপো। আমরা শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা হিসেবে দর্শকদের সেরা পণ্যটি দিতে সবসময় কাজ করে যাচ্ছি।  

ট্রানশন বাংলাদেশ এর সিইও রেজওয়ানুল হক বলেন, গর্বের সঙ্গেই বলতে পারি এ আয়োজনে অংশ নেয়া সব ব্র্যান্ডগুলোই মেড ইন বাংলাদেশ। করোনার তীব্রতার মাঝেও বাংলাদেশে স্মার্টফোন বিক্রি বেড়েছে এবং এটি বাংলাদেশে স্মার্টফোনের বাজারের অগ্রগতির বিষয়টি জানান দেয়।   

ভিভো বাংলাদেশ এর সেলস ডিরেক্টর শ্যারন ওয়েন বলেন, ২০১৬ থেকে একাধিক গবেষণা ও উন্নয়নের মাধ্যমে ক্রমগত নতুন নতুন দারুণ সব সুবিধার স্মার্টফোন আমরা বাজারে নিয়ে এসেছি। আমরা মূলত কনজিউমারের বিষয়গুলো চিন্তা করে কাজ করি এবং এ বছরে আমরা ৫জি ভিত্তিক দারুণ সব স্মার্টফোন নিয়ে এসেছি।  

রিয়েলমি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক টিম শাও বলেন, বিশ্বব্যাপী যেমন আমাদের ব্র্যান্ডের স্মার্টফোনগুলো দারুন করছে তেমনি বাংলাদেশে ৫জি সমর্থিত দারুণ সব স্মার্টফোনও পাওয়া যাচ্ছে। আমরা এখন মেড ইন বাংলাদেশ হিসেবে কাজ করছি।  

স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ বলেন, বাংলাদেশ সরকারের আন্তরিকতায় ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি অনেক বেড়েছে এবং আমরা আনন্দিত এ অগ্রযাত্রায় বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আমরাও আছি। স্যামসাং সবসময়ই ইনোভেশনে বাড়তি মনোযোগী এবং গ্রাহকদের সর্বোচ্চ চাহিদার কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে।

ডিএক্স গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও দেওয়ান কানন বলেন, এ একটা মেলা যার জন্য আমরা সবসময়ই আগ্রহী হয়ে অপেক্ষা করি। কারণ এ আয়াজনে আমরা সরাসরি দর্শক বা আগ্রহীদের কাছকাছি গিয়ে দারুণ সব স্মার্টফোনের খবরাখবর দিতে পারি। বাংলাদেশে অন্য অনেক ব্র্যান্ডের মতোই শাওমি ব্র্যান্ডের স্মার্টফোনের উৎপাদন শুরু হয়ে গেছে।  

মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান বলেন, আমরা আনন্দিত আবারও সকলের জন্য এ মেলার আয়োজন করতে পেরে। এবার বিশেষ ভাবেই মেলায় প্রথমবারের মতো ৫জি অভিজ্ঞতা নেয়ার সুযোগ থাকছে। এ নিয়ে ৩৫টি মেলার আয়োজন করেছি আমরা এবং আমরা সবসময়ই চাই দর্শকদের নতুন নতুন সব অভিজ্ঞতা দিতে। নতুন সব স্মার্টফোন আর ট্যাবের খবরাখবর আর নানা পণ্যের সঙ্গে অফার আর উপহারও থাকছে বিভিন্ন স্টলে। সকলকে এ আয়োজনে আসার আমন্ত্রণ থাকলো।

উদ্বোধন শেষে প্রধান অতিথি স্যামসাংয়ের নতুন ৫-জি ফ্লাগশিপ এস-২১এফই মডেলের মোবাইলের আনুষ্ঠানিক উন্মোচন করেন।

সবসময়ের মতো এবারও দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন এই মেলায়। স্যামসাং, অপ্পো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে এখানে। এছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও এক্সেসরিজ নিয়ে রয়েছে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন।

মেলায় দেশে প্রথমবারের মতো সবার জন্য ৫জি এক্সপিরিয়েন্স জোন করা হয়েছে। মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় এই জোনে এসে দর্শকরা সরাসরি ৫জি অভিজ্ঞতা নিতে পারছেন।

এবারের মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে মোবাইল ব্যান্ড স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো ও ডিএক্স। মেলার টেকনলজি পার্টনার হুয়াওয়ে। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ই-কুরিয়ার।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন