স্টিভ জবসের সই করা ১৭৫ ডলারের চেক নিলামে কোটি টাকায় বিক্রি!

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্মৃতিবিজড়িত বিভিন্ন পণ্য স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যা কম নয়। আর তাই স্টিভ জবসের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। এবার স্টিভ জবসের সই করা ১৭৫ ডলারের একটি চেক নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৮৫ ডলার বা ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকায়।

যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন স্টিভ জবসের সই করা চেকটি নিলামে তোলে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ১৯৭৬ সালের ৮ জুলাই ক্র্যামটন, রেমকে অ্যান্ড মিলার ইনক নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানকে চেকটি দিয়েছিলেন স্টিভ জবস। চেকটিতে অ্যাপলের প্রথম কার্যালয় ৭৭০ ওয়েলস রোড, পালো অ্যালটোর ঠিকানা ব্যবহার করা হয়েছে।

নিলামের বিষয়ে আরআর অকশনের ভাইস প্রেসিডেন্ট ববি লিভিংস্টোন জানান, অ্যাপলের শুরুর দিককার চেকগুলো শুধু অ্যাপলের প্রতিষ্ঠার গল্পই বলে না, স্টিভ জবসের অটোগ্রাফের নিখুঁত উদাহরণ হিসেবেও বিবেচিত হয়ে থাকে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন