সেলফি তোলা থেকে গান চালানো, নতুন এই স্মার্ট গ্লাস স্মার্টফোনের সব কাজ করবে

ভারতের বাজারে উন্মোচিত হল Titan EyeX স্মার্ট গ্লাস; গান শোনা, কল করা এবং সেলফি তোলার মতো একগাদা ফিচারে ঠাসা এই ডিভাইসটির দাম এবং স্পেসিফিকেশন জেনে নিন।

ডেস্ক রিপোর্ট: বর্তমান ডিজিটাল যুগে যে দিকেই চোখ যাক না কেন, দেখা যাবে সবকিছুই স্মার্ট। মানুষের পাশাপাশি এখনকার নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলিও আস্তে আস্তে স্মার্ট হতে শুরু করেছে। আর এই স্মার্ট প্রোডাক্টগুলির তালিকার অন্তর্ভুক্ত অন্যতম কয়েকটি হল স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি, এবং হালফিলে স্মার্ট গ্লাসের চাহিদাও বিপুল পরিমাণে বেড়েছে। তাই ইদানীংকালে বিভিন্ন কোম্পানিই মার্কেটে স্মার্ট গ্লাস লঞ্চ করা শুরু করেছে। যেমন, আজ শীর্ষস্থানীয় আইকেয়ার চেইন Titan Eye+ ভারতে একটি স্মার্ট গ্লাস, Titan EyeX লঞ্চ করেছে, যার সাহায্যে আপনি সেলফিও তুলতে পারবেন!

কি অবাক হচ্ছেন নাকি? না না, এখানেই শেষ নয়; এই স্মার্ট গ্লাসের মাধ্যমে আপনি কল করারও অপশন পাবেন। অর্থাৎ এককথায় বলতে গেলে, এই স্মার্ট গ্লাসটির সাহায্যে আপনি আপনার স্মার্টফোনের প্রায় সমস্ত কাজই করতে পারবেন। এই অত্যাধুনিক চশমাটি মিডনাইট ব্ল্যাক কালারে মার্কেটে উপলব্ধ। স্মার্ট গ্লাসটি সমস্ত Titan Eye+ স্টোর এবং Titan Eye+ অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। উল্লেখ্য যে, Titan EyeX স্মার্ট গ্লাসটির দাম ৯৯৯৯ টাকা।

টাইটান আইএক্স স্মার্ট গ্লাসের স্পেসিফিকেশন 

টাইটান আই এক্স স্মার্ট গ্লাস ট্রু-ওয়্যারলেস (TWS), ওপেন ইয়ার স্পিকার এবং CVC (ক্লিয়ার ভয়েস ক্যাপচার) সহ এসেছে। এই স্মার্ট গ্লাসে ব্লুটুথ ভার্সন ৫.০ ও ডায়নামিক ভলিউম কন্ট্রোল দেওয়া হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই ওপেন-ইয়ার ওয়্যারলেস অডিওটি কানকে ব্লক বা কভার করে না। আবার টাইটান আই এক্স-এ ভয়েস কলিং সাপোর্ট পাওয়া যাবে। এর অর্থ হল, আপনি স্মার্ট গ্লাসের মাধ্যমেই ভয়েস কল রিসিভ বা রিজেক্ট করতে পারবেন।

উপরন্তু, আপনি এর মাধ্যমে গান শোনার পাশাপাশি সেলফি তুলতেও সক্ষম হবেন। এর জন্য স্মার্ট গ্লাসের বাম ও ডানদিকে টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে। এর সাথে আরও একাধিক স্মার্ট ফিচারও এই ডিভাইসটিতে পাওয়া যাবে। একগাদা অত্যাধুনিক ফিচারে ঠাসা হলেও Titan EyeX স্মার্ট গ্লাস বেশ হালকা। এই স্মার্ট গ্লাসে কোয়ালকম চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়া, অডিও, পেডোমিটার, টাচ কন্ট্রোল, এবং বিভিন্ন ধরনের লেন্সের সাপোর্টও এই স্মার্ট গ্লাসে পাওয়া যাবে।
 

টাইটান আইএক্স স্মার্ট গ্লাসের ফিচারগুলি পড়ে নিন

  • উন্নত মানের অডিও
  • টাচ কন্ট্রোল
  • ফিটনেস ট্র্যাকার
  • ভয়েস-এনাবেলড আইকেয়ার নোটিফিকেশন
  • স্বাচ্ছন্দ্যে ভরা মনোরম ডিজাইন
  • Android এবং iOS কানেক্টিভিটি
  • স্পিট রেজিস্টেন্স
  • বহুমুখী ব্যবহার – সানগ্লাস মোড, কম্পিউটার গ্লাস মোড, স্পেকট্যাকেল মোড। –টেকগাপ অবলম্বনে।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন