শিশু কিশোরদের পদচারণায় মুখর আইডিবির বিজয়ে প্রযুক্তি মেলা

টেকভিশন২৪ ডেস্ক: কেউ এসেছে মায়ের হাত ধরে। কেউ এসেছে বাবার সঙ্গে। ভাই-বোনসহ পরিবার নিয়েও এসেছে অনেকে। ১০ ডিসেম্বর শুক্রবার সকাল থেকেই রাজধানীর আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটি শিশু-কিশোরদের কলকাকলিতে মুখর। বিজয়ে প্রযুক্তি মেলার চতুর্থ দিনে সাকলে ছিলো মারকিউসিসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।

চার থেকে আট, নয় থেকে এগারো, তের থেকে পনেরো ও বিশেষ শিশু এ চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। মোট ১৫০ জনের বেশি শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অংশগ্রহণ করে।

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ থিমের ওপর এ চিত্রাংকন প্রতিযোগিতায় মোট ১৬ জন পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মারকিউসিসের পক্ষে এক্সেল টেকনোলজিস লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী বলেন, এক্সেল টেকনোলজিস নতুনদের সঙ্গে সব সময় থাকতে চায়। বিজয়ের মাসে খুদে আকিয়েরা চিত্রাংকনের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা তুলে ধরেছেন। এটি খুবই আনন্দের। প্রতিযোগিতায় বিচারণ হিসেবে ছিলেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব ও মো. মুসা কলিমুল্লাহ। উন্মাদ সম্পাদক আহসান হাবীব বলেন, যারা ছবি একেছে তারা সবাই অনেক ভালো একেছে। শিশুরা যে ছবি আঁকে মন থেকে আঁকে। তাদের আঁকার মধ্যে কোনো ভনিতা থাকে না। যা আঁকে মন থেকে বিশ্বাস করে আগে। অংশগ্রহনকারীদের সান্ত্বনা দিয়ে বলেন, প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার চেয়ে অংশগ্রহনেই বড় কথা।

শুক্রবার ছুটির দিনে দুপুরের পরেই ‘বিজয়ের প্রযুক্তি মেলা ২০২১’ জমে উঠে। ছুটির দিন হওয়ার কারণে অনেকেই মেলায় এসেছে পরিবার নিয়ে। তেমনি এক পরিবারের সঙ্গে কথা হয় মেলা প্রাঙ্গণে। রাজধানীর মিরপুরের বাসিন্দা ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন বলেন, সন্তানকে আধুনিক প্রযুক্তি পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মেলায় ঘুরতে নিয়ে এসেছি। মেলায় ঘুরতে এসে পরিবারের সবাই খুব মজা পাচ্ছে। চাকরিরজীবী সাবিনা ইয়ারমিন এসেছে একটি ল্যাপটপ কিনতে। ‘কাজের প্রয়োজনে অনেক দিন থেকেই চিন্তা করছি একটা ল্যাপটপ কেনার কথা। কিন্তু অফিসে শেষ করে কেনার জন্য সময় বের করতে পারছিলাম না। তাই ছুটির দিনে দরকারি পণ্যটি কেনার জন্যই মেলায় আসা। ক্রেতা-দর্শনার্থীদের আগমনে দোকান মালিকরাও খুশি। রায়ান আইটির বিক্রয় ব্যবস্থাপক মো. সাগর হোসেন বলেন, ছুটির হওয়ার কারণে মেলায় আজ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আশা করি মেলার শেষ দিনে বিক্রি আরও বাড়বে।

ছুটির দিনেও প্রযুক্তি পণ্যতে মূল্যছাড় ও বিশেষ অফার ঘোষণা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় স্মার্ট টেকনোলজিস থেকে এইচপির নির্দিষ্ট মডেলের ল্যাপটপ কিনলে সঙ্গে থাকছে আকর্ষণীয় ডিলাক্সের হেডফোন ও এইচপি মাউস উপহার। গিগাবাইটের যেকোনো পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নিতে পারেন আকর্ষণীয় গিফট। কর্সেয়ারের নির্দিষ্ট মডেলের পণ্য কিনলেই সঙ্গে থাকছে আকর্ষণীয় গিফট হিসেবে রয়েছে পেনড্রাইভ, টি শার্ট, ব্যাকপ্যাক ও চাবির রিং। ক্যাস্পারস্কি ইন্টারনেট ও টোটাল সিকিউরিটি প্রোডাক্টের রেগুলার অফারের সঙ্গে স্ক্র্যাচ কার্ড ঘষে উপহার হিসেবে রয়েছে পেনড্রাইভ, টি শার্ট, ছাতাসহ আকর্ষণীয় পুরস্কার। মেলায় স্মার্ট টেকনোলজিস থেকে এইচপি কনজ্যুামার সিরিজের ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় হেডফোন। এবং কোর আই৩, আই৫ ও আই৭ এর সঙ্গে ‍উপহার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় মাউস। মেলায় বিশ্বখ্যাত ডেল ব্র্যান্ডের যেকোনো ল্যাপটপ কিনলেই সঙ্গে থাকছে একটি লজিটেকের হেডফোন ফ্রি।

বিজয়ে প্রযুক্তি মেলা ২০২১ এ টগি সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে আকষর্নীয় উপহার দেওয়া হচ্ছে। বিসিএস কম্পিউটার সিটির যে কোনো দোকান থেকে মেলায় প্রত্যেক ৫০০ টাকার পণ্য ক্রয় করলেই টগি সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে থাকছে একটি করে লাকী কুপন । এই কুপনের মাধ্যমে বিজয়ী ক্রেতারা পাবেন আকষর্নীয় সব উপহার। লাকী কুপন বিজয়ীকে উপহার হিসেবে দেওয়ার হবে বাইসাইকেল। এছাড়া বাকী বিজয়ীদের জন্য রয়েছে আকষর্নীয় পুরস্কার।

মেলার তৃতীয় দিন টগি সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে লাকী কুপন বিজয়ীর হাতে বাইসাইকেল তুলে দেন টগি সার্ভিসেস লিমিটেডের টিম লিডার মো. মাসুদুল ইসলাম। এ সময় টগি সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে উদ্ধতন কর্মকর্তারা ও বিসিএস কম্পিউটার সিটির পক্ষ থেকে আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মেলার শেষ দিনও খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। এবারের মেলায় স্পন্সর করেছেন আসুস, গিগাবাইট, লেনোভো ও টেন্ডা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন