মহাকাশ স্টেশন শনাক্তে নাসার অ্যাপ চালু

নতুন সেলফোন অ্যাপ উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। অ্যাপটির নাম স্পট দ্য স্টেশন। এর মাধ্যমে পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আএসএস) অবস্থান শনাক্ত করা যাবে বলে দাবি সংশ্লিষ্টদের।

নাসা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপটি যেকোনো সময় মহাকাশ স্টেশন শনাক্ত করতে এবং মানচিত্রে সেটির অবস্থান দেখার জন্য ডিজাইন করা হয়েছে। নতুন অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত ডিভাইসে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

স্পট দ্য স্টেশন বিশ্বব্যাপী ৬ হাজার ৭০০টিরও বেশি লোকেশন হিসাব করার জন্য হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারের মিশন কন্ট্রোল থেকে তথ্য ব্যবহার করে। অ্যাপটি ব্যবহারকারীদের অবস্থানের ওপর নির্ভর করে আসন্ন স্পেস স্টেশন দেখার জন্য একটি তালিকা প্রদান করে। ব্যবহারকারী যদি তার নাগালের মধ্যে কোনো শহর বা নগরী না পায়, তাহলে তারা মোটামুটি কাছের একটি স্পেস স্টেশন বেছে নিতে পারবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন