ভারতীয় কর্মী ছাঁটাই করবে টিকটক!

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি থেকে অর্ধ শতাধিক কর্মী ছাঁটাই করা হবে। ছাঁটাইকৃত কর্মীদের বেশিরভাগই ভারতীয়।

সব ভারতীয় কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েচে চীনা অ্যাপ নির্মার্তা টিকটক। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করতে পারবেন কর্মীরা। তার পর অন্য সংস্থায় চাকরি খুঁজে নেওয়ার কথা বলা হয়েছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্সের পক্ষ থেকে।

মাইক্রোসফট, অ্যামাজন, গুগলের পরে কর্মী ছাঁটাইয়ের তালিকায় নতুন সংযোজন টিকটক। ভারতীয় সব কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দিয়েছে। একসঙ্গে ৪০ জন কর্মীকে বরখাস্তের চিঠি পাঠানো হয়েছে।

টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতিষ্ঠানে ভারতীয় কর্মীদের চাকরির মেয়াদ আর কিছু দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করতে পারবেন তাঁরা। তার পর অন্য প্রতিষ্ঠানে চাকরি খুঁজে নেওয়ার কথা বলা হয়েছে। তবে ক্ষতিপূরণ স্বরূপ আগামী ৯ মাসের বেতন দেবে বলে কর্মীদের জানিয়েছে টিকটক। তবে কী কারণে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে সংস্থা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তৃপক্ষ।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন