বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডসের মনোনয়ন জমার সময় বাড়লো

টেকভিশন২৪ ডেস্ক: ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের এযাবৎকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’। এই আয়োজনকে ঘিরে সাংবাদিকদের পেশাগত কাজের অনুপ্রেরণায় ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ এর আয়োজন করেছে বেসিস। তিনটি ক্যাটাগরিতে মোট ৯টি প্রতিবেদনকে এই পুরস্কার প্রদান করা হবে।

প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক্স মিডিয়া, এই তিনটি ক্যাটাগরিতে মোট ৯টি সেরা প্রতিবেদনকে ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ প্রদান করা হবে। ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে বেসিস সফটএক্সপো নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো এই অ্যাওয়ার্ডসের জন্য বিবেচিত হবে।

বিপুল সংখ্যক অনুরোধের প্রেক্ষিতে এই অ্যাওয়ার্ডসের প্রতিবেদন জমা দেয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। আগ্রহীরা এই লিংকে গিয়ে ( https://forms.gle/GbTxzRFeLU69FJE77 ) আগামী ১১ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন।

একজন প্রতিবেদক সর্বোচ্চ তিনটি প্রতিবেদন জমা দিতে পারবেন।

পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস প্রদান করা হবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন