নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ একটি। এটি ব্যবহারকারীদের ভয়েস বার্তা, ভয়েস ও ভিডিও কল করতে এবং ছবি, নথিসহ অন্যান্য সামগ্রী ভাগ করতে দেয়।

হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত তার ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সময় নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। এবার ব্যবহারকারীদের আরও একটি নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।


এতদিন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ছবি, ভিডিও কিংবা টেক্সট আপলোড করার পাশাপাশি ক্যাপশনে লেখার অপশনও ছিল। কিন্তু এবার স্ট্যাটাসে আরও একটি বিষয় যুক্ত করতে পারবেন এর ব্যবহারকারীরা।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখন থেকে ব্যবহারকারী চাইলে তার কন্টাক্ট লিস্টে থাকা যে কাউকে স্ট্যাটাসে ট্যাগ করতে পারবেন।

ধরুন, আপনি কোনো একজনের জন্য একটি স্ট্যাটাস দিয়েছেন কিংবা কয়েকজন বন্ধু অথবা পরিবারের কারো জন্য স্ট্যাটাসটি আপলোড করেছেন। সে ক্ষেত্রে তাকে ট্যাগ করে দেয়া যাবে। আর এর নোটিফিকেশন পৌঁছে যাবে ট্যাগ করা ব্যক্তির কাছে। সময়টিভি অবলম্বেনে

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন