আসছে নজরদারি ড্রোন ‌’ধোনি’

ধোনি
ধোনি

টেকভিশন২৪ ডেস্ক:  বাজারে আসছে বিশেষভাবে ডিজাইন করা নজরদারি ড্রোন। আর এটির নামকরণ করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে ‘ধোনি’। মেড ইন ইন্ডিয়া ট্যাগযুক্ত ড্রোনটি ভারতের গরুড় অ্যারোস্পেস তৈরি করছে। ধোনি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

সোমবার চেন্নাইয়ের গ্লোবাল ড্রোন এক্সপোতে ব্যাটারি চালিত কোয়াডকপ্টার কনজিউমার ক্যামেরা ড্রোনটি প্রদর্শন করা হয়।

ড্রোনটির দাম এবং ফিচার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানায়নি এর নির্মাতা প্রতিষ্ঠান। চলতি বছরের শেষ নাগাদ ড্রোনটি বাজারে আসতে পারে।

এ বিষয়ে গরুড় অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতা এবং সিইও অগ্নিশ্বর জয়প্রকাশ বলেন, ড্রোনটি তৈরিতে সম্পূর্ণ উচ্চমানের দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রতিদিন ৩০ একর জমিতে কীটনাশক স্প্রে করতে পারবে এই ড্রোন। এছাড়া বিভিন্ন ধরনের নজরদারির কাজেও ব্যবহার করা যাবে।

মহেন্দ্র সিং ধোনি গরুড় অ্যারোস্পেসের একজন বিনিয়োগকারীও বটে।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন