তাপমাত্রা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে অ্যাপল

তাপমাত্রা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে অ্যাপল
তাপমাত্রা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: আইফোন ১৫ বাজারজাতের পর থেকে ভোক্তা পর্যায়ে তাপমাত্রা বেড়ে যাওয়ার অভিযোগ আসতে শুরু করে। যে কারণে নতুন সিরিজের ডিভাইসে সমস্যাটি সমাধানে আলাদা উদ্যোগ নিয়েছে এ প্রযুক্তি জায়ান্ট। এজন্য ১৬ সিরিজের ডিভাইসে উন্নত হিটসিংক ব্যবহার করা হবে বলে জানা গেছে। খবর টেকটাইমস।

সম্প্রতি জানা যায় বিএমডব্লিউ গাড়ির ভেতরে ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে আইফোন-১৫ অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। এছাড়া আইফোন ১২ ও ১৪ সিরিজের সেলফোনগুলোতেও একই সমস্যা দেখা গেছে বলে বেশ কয়েকজনের অভিযোগ পাওয়া গেছে। 

সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছে আইফোন, সম্প্রতি এমন গুঞ্জন শোনা যাচ্ছে। নাইনটুফাইভম্যাকের তথ্যানুযায়ী, তাপমাত্রা নিয়ন্ত্রণে গ্রাফিন হিটসিংকের ব্যবহার সহায়তা করবে, যা এ সমস্যার অন্যান্য সম্ভাব্য সমাধানের চেয়ে চার গুণ বেশি কার্যকর।

গ্রাফিন হিট সিংকের পাশাপাশি অ্যাপলের প্রো সিরিজের ব্যাটারি ডিজাইন পরিবর্তনের পরিকল্পনা করছে। ব্যাটারি তৈরির ক্ষেত্রে ধাতব শেল বেছে নিয়েছে অ্যাপল। যার মাধ্যমে অতিরিক্ত গরম হওয়ার সমস্যাগুলো আরো কমে আসবে এবং আইফোন-১৬ সিরিজের কুলিং সিস্টেম আরো ভালোভাবে কাজ করবে। যদিও অ্যাপলে আনুষ্ঠানিকভাবে এ ফাঁস হওয়া তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন