ঢাকায় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২১ উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : গত ২০ নভেম্বর শনিবার ঢাকার ড্যাফোডিল ইডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং এ উদযাপিত হলো আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুজব না, চাকরি দেব, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রাপ্রেনিউরশীপ ডিপার্টমেন্ট ও উদ্যমী নারীদের নেটওয়ার্ক সাহসিকার উদ্যোগে ও এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তা কানিজ জানান-নারী উদ্যোক্তাদের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারন সম্পাদক মুনির হাসান, লাইটক্যাসেল পার্টনারস এর ডিরেক্টর শওকত হোসেন, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার প্রমুখ।

এবারের আয়োজনের পার্টনার ছিলো ছিলো ই-কুরিয়ার লিমিটেড, নিজলক্রিয়েটিভ ফটোগ্রাফি, ও ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট।  

এছাড়া এই আয়োজনের লোগোবোর্ড সহযোগিতায় অংশগ্রহন করেছেন আমারপে, আমাহরা, এআরকে পাওয়ার লিমিটেড, বাদশা মিলস, ব্রাইট স্কিলস, কেয়ার স্টোর, কফিওয়ালা, ক্রিয়েটিভ সফট টেকনোলজী লিমিটেড, ক্লিন ফোর্স লিমিটেড, ডাইনিং উইথ শাহজাদী, ইডুলাইফ, ফ্লিট বাংলাদেশ, গার্ণার, জায়ান্ট মার্কেটার্স, গ্রীন গ্রোসারী, গুটিপা, জেআরসি বোর্ড, কে ক্রাফট, কারুশৈলী, মনস্টার ক্ল এলএলসি, মুনির হাসান ডট কম, অর্থা, প্রোটিন মার্কেট, পারফেকশন অব পরিণীতা, রুমানার রান্নাবান্না, শাবাব লেদার, শপ কুইন, শুভ আইটি, শৈলী, শাহিনস হেল্পলাইন, টি টাইম, ট্যান, তুলিকা, টপ লেদার, টেকভিশন২৪.কম, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল,  ঋতু ও উইম্যান ইন ডিজিটাল।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন