টেকনো এর নতুন ল্যাপটপ: একবার চার্জে চলবে ২৪ ঘণ্টা!

টেকনো
টেকনো

টেকভিশন২৪ ডেস্কঃ মেগাবুক সিরিজের নতুন ল্যাপটপ বাজারে এনেছে টেকনো। দুবাইয়ের এক ইভেন্টে টেকনো মেগাবুক এস১ ল্যাপটপটি উন্মোচিত করা হয়। প্রিমিয়াম মূল্যের এই ল্যাপটপে স্মার্ট এআই ফ্রন্ট ক্যামেরা, ফেস ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লারসহ একাধিক কার্যকরী ফিচার রয়েছে।

টেকনোর নতুন এই ল্যাপটপে রয়েছে ১৬ ইঞ্চি টাচ ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০ শতাংশ। ৩.২-কে রেজুলেশনের ল্যাপটপের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪৫০ নিট। এই লাইটওয়েট ল্যাপটপটিতে দ্বাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়া রয়েছে ব্যাকলিট কীবোর্ড এবং বড় আকারের টাচপ্যাড।

মাইক্রোসফটের লেটেস্ট উইন্ডোজ ১১ চালিত এই ল্যাপটপের ওজন ১ কেজি ৩৫ গ্রাম। ল্যাপটপটিতে থাকছে ১৬ জিবি র‌্যাম এবং ১ টিবি এসএসডি স্টোরেজ। কানেক্টিভিটিতে রয়েছে দুইটি ইউএসবি পোর্ট, টিএফ কার্ড রিডার, এইচডিএমআই পোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক।

আইস স্টর্ম কুলিং সিস্টেম এবং ডুয়েল ফ্যানের এই ল্যাপটপ ব্যবহারকারীদের দুর্দান্ত সাউন্ড এক্সপেরিয়েন্স দেবে। ডিভাইসটিতে ছয়টি স্পিকার রয়েছে। ভিডিও কল করার জন্য ল্যাপটপটিতে থাকছে এআই ইএনসি-এনাবেলড ডুয়েল মাইক্রোফোন।

পাওয়ার ব্যাকআপের জন্য ল্যাপটপটিতে ৭০ডব্লিউএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট। টেকনোর দাবি, একবার ফুল চার্জে টানা ২৪ ঘণ্টা চলবে এই ল্যাপটপ।

ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৪৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন