শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
31 C
Dhaka

টুইটার অ্যাকাউন্ট ফেরত পেলেন সাংবাদিকরা

টেকভিশন২৪ ডেস্কঃ কিছুটা তোপের মুখে টুইটার থেকে সাসপেন্ড করা সাংবাদিকদের অ্যাকাউন্ট খুলে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমটির মালিক ইলন মাস্ক।

সিএনএন, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসসহ খ্যাতনামা কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ মার্কিন সরকারের সমালোচনার শিকার হন মাস্ক।

কিছু সাংবাদিক ইলন মাস্কের ব্যক্তিগত খুঁটিনাটি প্রকাশ করে তাকে ও তার পরিবারের লোকজনকে বিপদের ঝুঁকিতে ফেলছেন, অভিযোগে সম্প্রতি কয়েকটি অ্যাকাউন্ট বাতিল করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই ব্যবসায়ী।
নিষিদ্ধ অ্যাকাউন্টগুলোর মধ্যে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিক ছাড়াও দ্য ইন্টারসেপ্টের মিচা লি, স্বাধীন সাংবাদিক অ্যারন রুপার, ম্যাশেবলের ম্যাট বাইন্ডার এবং টনি ওয়েবস্টার রয়েছেন।
সর্বশেষ বুধবার ‘ইলনজেট’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিলে বিষয়টি আলোচনায় উঠে আসে। এই অ্যাকাউন্টটি জ্যাক সুইনি নামে এক ব্যক্তির। এই অ্যাকাউন্টটির মাধ্যমে ইলন মাস্কের ব্যক্তিগত প্লেনের গতিবিধির সব তথ্য লাইভ প্রকাশ করে দেওয়া হতো।

মাস্ক বলেন, লস অ্যাঞ্জেলসে তার এক সন্তানকে বহনকারী গাড়িকে ‘বেপরোয়া এক উত্ত্যক্তকারী’ অনুসরণ করে। এতে বিপদে পড়তে যাচ্ছিলেন তার সন্তান। এজন্য দায়ী ব্যক্তিগত প্লেনের তথ্য প্রচারকারী কোনো সাংবাদিক। তাই ওই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করার এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।

তবে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় সমালোচনা করে ইইউ কমিশনার ভেরা জোরোভা বলেন, টুইটার থেকে স্বেচ্ছাচারী কায়দায় সাংবাদিকদের বাদ দেওয়ার খবর উদ্বেগজনক।

এদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, মিডিয়ার স্বাধীনতা কোনো খেলনা নয়। তিনি বলেন, চলমান সময়ে এটি বিপজ্জনক নজির। কারণ সারাবিশ্বে সাংবাদিকরা সেন্সরশিপ, হুমকিসহ নানান খারাপ পরিস্থিতি মোকাবেলা করছেন।

এমন সমালোচনার মুখে ইলন মাস্ক অবশ্য টুইটারে ভোটাভুটির দ্বারস্থ হন। ভোটে ৩৬ লাখ টুইটার ব্যবহারকারী অংশ নেন। তাদের ৫৯ শতাংশ মানুষ সংশ্লিষ্ট সাংবাদিকদের টুইটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দেয়।

এরপরই মতামতের প্রতি সম্মান দেখিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন মাস্ক। তিনি এক টুইটে বলেন, মানুষজন সরব হয়েছে। যে অ্যাকাউন্টগুলো আমার অবস্থানকে শনাক্ত ও প্রকাশ করে দিতে তাদের সাসপেনশন এখন তুলে নেওয়া হলো। সূত্র: বিবিসি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

সর্বশেষ

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১...

ঢাকায় নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য নিয়ে ৩দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে ঢাকায় তিন...

শায়লা শারমিন ‘এপনিক পলিসি সিগ’ এর কো-চেয়ার পদে পূনঃনির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: গত ৪-১১ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক...

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪২ বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং এবং সিভিল...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img