টুইটারে ফিরলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট

টেকভিশন২৪ ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধ হয়ে যাওয়া টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু হয়েছে। টুইটারের নতুন মালিক ইলন মাস্ক টুইটারে একটি পোল চালু করার পর শনিবার ট্রাম্পের অ্যাকাউন্টটি দৃশ্যমান হয়।

জন মতের ভিত্তিতে ট্রাম্পের অ্যাকাইন্ট ফিরিয়ে আনা হয় টুইটার। ইলন মাস্ক টুইটার ব্যবহারকারীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন- ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনা উচিত? এমন প্রশ্নে ভোট দেয় প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ। এদের মধ্যে ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ।

ভোট শেষে মাস্ক বলেন, মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরবেন। ভোটের ফলাফল অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার পর থেকে ট্রাম্পের অ্যাকাউন্টটি আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

উল্লেখ্য, টুইটারের মালিকানা নেওয়ার পরেই মাস্ক ঘোষণা করেছিলেন, টুইটারে সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করা হবে। কেউ বঞ্চিত হবেন না। ট্রাম্পকে পুনরায় টুইটারে ফিরিয়ে আনা সেই ঘোষণার ফল বলে মনে করা হচ্ছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন