টিকটকের মতো ফিচার আসছে ইউটিউব শর্টসেও

টেকভিশন২৪ ডেস্ক: টিকটকের বেশ কয়েকটি ফিচার শর্টসে যুক্ত করতে যাচ্ছে ইউটিউব। চাইলে এখন ইউটিউব শর্টস থেকে সরাসরি লাইভ করা যাবে। দেখা যাবে লাইভ ভিডিওর প্রিভিউও। অন্যের শর্টসের সঙ্গে নিজের তৈরি শর্টস মিলিয়ে একটি ভিডিও তৈরি করা যাবে।

এ ক্ষেত্রে স্ক্রিন দুটি অংশে ভাগ হবে। দুই ভাগে চলবে দুটি ভিডিও। টিকটকের ডুয়েটস ও ইনস্টাগ্রাম ‘রিলসের রিমিক্স’-এর মতো এই ফিচারকে বলা হবে ‘কোলাবস’। আরো যুক্ত করা হবে এডিটিং টুল।

এটি ব্যবহার করে পুরনো ইউটিউব ভিডিওকে শর্টসে রূপান্তর করা যাবে। এ ছাড়া আসছে ‘কোয়েশ্চেন অ্যান্ড আনসার স্টিকার’, প্লে লিস্টে শর্টস যুক্ত করা, অন্য ভিডিওর অডিও ও ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত করা এবং ফুল স্ক্রিনে ভিডিও দেখার সুযোগ।

কয়েক সপ্তাহের মধ্যেই ফিচারগুলো যুক্ত হতে যাচ্ছে ইউটিউব শর্টসে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন