যা থাকছে কোকাকোলার ফোনে

কোকাকোলা
কোকাকোলা

টেকভিশন২৪ ডেস্কঃ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় সফট ড্রিঙ্ক প্রস্তুতকারী কোম্পানি কোকাকোলা। মার্কিন কোম্পানিটি চলতি বছরের মার্চের মধ্যে তাদের প্রথম ফোন বাজারে নিয়ে আসবে। চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির সহায়তায় ফোনটি বাজারে আনবে কোকাকোলা। এরইমধ্যে রিয়েলমি এই ফোনের টিজার প্রকাশ করেছে।

মনে করা হচ্ছে, রিয়েলমি ১০ ফোরজি ফােনটাই কোকাকোলা ব্র্যান্ডে আসবে। এই ফোনের সফটওয়্যারেও যুক্ত হয়েছে কোকোকোলা থিম। লাল রঙের এই ফোনের পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে একটি ২ মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোট্রেট ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের ডান দিকে থাকছে ভলিউম বাটন। সুরক্ষার জন্য ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
রয়েছে ৬.৫ ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফমেন্সের জন্য রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। সঙ্গে থাকবে ৮জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং। ২৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে এই ফোনে।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন