মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১:২৬ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka

ওরাকলের ত্রৈমাসিক আর্থিক ফলাফল

টেকভিশন২৪ ডেস্ক: ওরাকল কর্পোরেশন (NYSE: ORCL) ২০২১ সালের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে আজ। বছরান্তে ওরাকলের মোট ত্রৈমাসিক আয় ৩% বেড়ে ১০.১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ক্লাউড সার্ভিসেস ও লাইসেন্স সাপোর্ট থেকে আয় ৫% বেড়ে ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্লাউড লাইসেন্স ও অন-প্রিমিজেজ লাইসেন্স থেকে আয় ৪% বেড়ে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

জিএএপি অপারেটিং আয় ১০% বেড়ে ৩.৯ বিলিয়ন ডলার হয়েছে যেখানে জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৩৮%। নন-জিএএপি অপারেটিং আয় ১০% বেড়ে ৪.৮ বিলিয়ন ডলার হয়েছে যেখানে নন-জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৪৭%। জিএএপি ও নন-জিএএপি মোট আয় যথাক্রমে ৯৫% ও ১০% বেড়ে৫.০ ও ৩.৫ বিলিয়ন ডলারহয়েছে।প্রতি শেয়ারে জিএএপি ও নন-জিএএপি আয় ১১৩% ও ২০% করে বেড়ে যথাক্রমে ১.৬৮ ও ১.১৬ ডলার হয়েছে। অঙ্গসংস্থাগুলোতে রাজস্ব হস্তান্তরের ফলে একক ট্যাক্স মওকুফ থেকে ২.৩ বিলিয়ন ডলার আয় হয়েছে যা জিএএপি মোট আয়ে প্রভাব ফেলেছে।

স্বল্পমেয়াদী স্থগিত রাজস্ব হয়েছে ৮.১ বিলিয়ন ডলার। অপারেটিং অর্থ প্রবাহ ছিল গত বারো মাসের মধ্যে ১৪.৭ বিলিয়ন ডলার।

ওরাকলের সিইও সাফরা কার্তজ বলেন, “আমরা ক্লাউড ইআরপি মার্কেটে আমাদের নেতৃত্ব ধরে রেখেছি এবং এটার সম্প্রসারণ অব্যাহত রয়েছে কেননা এই ত্রৈমাসিকে আমাদের ফিউশন ইআরপি ব্যবসা ৩০% ও নেটসুইট ইআরপি ব্যবসা ২৪% বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরো বলেন, “ওরাকল দুর্দান্ত গতিতে এর বিলিয়ন ডলারের সর্বোচ্চ লাভজনক ইআরপি ক্লাউড ব্যবসা সম্প্রসারণ করে চলেছে যা সাবস্ক্রিপশন থেকে আয় ৫% ও অপারেটিং থেকে আয় ১০% বৃদ্ধিতে অনেক সাহায্য করেছে। বর্তমানে ওরাকলের মোট আয়ের ৭২% আসছে সাবস্ক্রিপশন ফি থেকে এবং এই চলমান আয়, খরচ বাদে শেয়ার প্রতি আমাদের দুই সংখ্যার নন-জিএএপি আয় বাড়াতে সহায়তা করেছে।”

ওরাকলের চেয়ারম্যান ও সিটিও ল্যারি এলিসন বলেন, “আবারো তৃতীয় প্রান্তিকে ওরাকলের দ্বিতীয় প্রজন্মের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবসা গ্রাহক বাড়াতে ও রাজস্ব আয় হার ১০০% ছাড়িয়ে যেতে সহায়তা করেছে। আমরা দ্রুতই নতুন অঞ্চল খুলবো যেন এই ক্রমবর্ধমান ক্লাউড ব্যবসাকে আরো ভালোভাবে পরিচালনা করা যায়।

বিশ্লেষকরা ইআরপি ক্লাউড ব্যবসায় ওরাকলের বিকল্প দেখছে না এবং এই ত্রৈমাসিকে ওরাকল বিভিন্ন কোম্পানির প্রায় ১০০ মিলিয়ন ডলারের অধিক মূল্যের এসএপি ইআরপি, ওরাকল ফিউশন ইআরপি’তে স্থানান্তরের চুক্তি স্বাক্ষর করেছে।”

বোর্ড অব ডিরেক্টরস ২০ বিলিয়ন ডলারের শেয়ার পুনঃবিক্রির জন্য সম্মত হয়েছে। এছাড়াও ওরাকল জানায় বোর্ড অব ডিরেক্টরস শেয়ার প্রতি ০.৩২ ডলার মুনাফা ঘোষণা করেছে যা বর্তমানের ০.২৪ ডলার মুনাফা থেকে ৩৩% বেশি। ওরাকলের চেয়ারম্যান ও সিটিও এবং সর্বোচ্চ শেয়ারের মালিক ল্যারি এলিসন এই ঘোষণায় ও ভোটে অংশ নেননি।

এই মুনাফা ৮ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে শেয়ারহোল্ডারদের দিয়ে দেয়া হবে যা তারা ২২ এপ্রিল ২০২১ তারিখে তুলতে পারবে।

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ফেসবুক পেজ ও আউটলেটে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

টেকভিশন২৪ ডেস্কঃ শিশু প্রসাধনী এবং পণ্য যারা প্রতিনিয়ত খোঁজ করেন।...

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

আইএসপিএবি নির্বাচনে ১৩ পদে লড়ছেন ২৪ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর...

ইনফিনিক্স নোট ৫০ সিরিজের এক্সপেরিয়েন্স ইভেন্ট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন নোট...

কোর্স ফি-তে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক, ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: স্কুল-কলেজের পড়াশুনা থেকে শুরু করে চাকরির প্রস্তুতি,...

দেশের বাজারে এলো টেকনো ক্যামন ৪০ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: প্রি-অর্ডার পর্বে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img