ওবায়দুল কাদেরের ২০১ ভুয়া আইডির খোঁজ; আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদর।

টেকভিশন২৪ ডেস্ক: আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে ২০১টি ভুয়া আইডির খোঁজ পাওয়া গেছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়।’

শনিবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে আইডি নিয়ে দুশ্চিন্তার কথা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ নামে ২০১টি ভুয়া আইডি নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি এতিমধ্যে সংশ্লিষ্টদের বিষয়টি আইনের মধ্যে নিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছি। 

ইদানিং বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার নামে ২০১টি ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়।

আমার ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কন্টেন্ট থেকে বিভ্রান্ত হবেন না।’ আমি যে আইডি ব্যবহার করছি, সেটা ভেরিফায়েড https://www.facebook.com/obaidulqd আইডি।

সেতুমন্ত্রী এসময় ডিজিটাল নিরাপত্তা আইনের গুরুত্ব বিষয়েও কথা বলেন। 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন