ওএলইডির উৎপাদনে বিনিয়োগ বাড়াবে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের কাছ থেকে সরবরাহ চাহিদা বাড়ায় ওএলইডি প্যানেল উৎপাদনে কয়েক কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং ডিসপ্লে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি ৩০৫ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। খবর গিজমোচায়না।

তাংজিয়ং কারখানায় নতুন করে ওএলইডি প্যানেল উৎপাদন শুরুতে এ বিনিয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এটি হবে বিশ্বের প্রথম কারখানা যেখানে ৮ দশমিক ৬ জেনারেশনের ওএলইডি সাবস্ট্রেট উৎপাদন করা হবে। যার প্রতিটির আকার ২৬২০x২২০০ মিলিমিটার। উৎপাদনের পর এসব সাবস্ট্রেটকে ল্যাপটপ, ট্যাবলেটের জন্য মাঝারি আকারের ওএলইডি প্যানেলে রূপান্তর করা হবে।

স্যামসাং ডিসপ্লে প্রতি বছর এক কোটির বেশি ওএলইডি প্যানেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ষষ্ঠ প্রজন্মের গ্লাস সাবস্ট্রেট থেকে ৮ দশমিক ৬ জেনারেশনের সাবস্ট্রেটে স্থানান্তরের মাধ্যমে স্যামসাং ডিসপ্লের উৎপাদন সক্ষমতা ও দক্ষতা বাড়বে। তবে এটি খুবই জটিল কার্যক্রম।

যে কারণে জাপানিজ কোম্পানিগুলোকে তাদের প্রযুক্তি উন্নত করতে হবে। 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন