“এক দেশ এক রেট–কোন পথে বাংলাদেশের ইন্টারনেট” শীর্ষক ওয়েবিনার শনিবার

টেকভিশন২৪ ডেস্ক: “এক দেশ এক রেট – কোন পথে বাংলাদেশের ইন্টারনেট” শীর্ষক ভার্চুয়াল আলোচনা আগামি ৩ জুলাই শনিবার। 

বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটর ফোরাম (বিডিসাফ) এর আয়োজনে “এক দেশ এক রেট – কোন পথে বাংলাদেশের ইন্টারনেট” শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনায় বাংলাদেশের প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।

সময়সূচি: ৩ জুলাই ২০২১, শনিবার সকাল ১১-৩০ মিটিটে। ভার্চুয়াল আলোচনাটি facebook.com/bdsaf.org মাধ্যম থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

উক্ত আলোচনার মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থাপনার পর্যালোচনা ও কৌশলগত বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।

আলোচক বৃন্দ: মুনির হাসান, সাধারণ সম্পাদক, বিডিওএসএন, আরিফ এলাহি মানিক, সিটিও, এটুআই, এমদাদুল হক, জেনারেল সেক্রেটারি, আইএসপিএবি, সুমন আহমেদ সাবির, সিটিও, ফাইবার এট হোম, ফকরুল ইসলাম পাপ্পু, সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এনটিটি লিমিটেড, নাজমুল করিম, হেড অফ আইটি গভর্নেন্স, বিকাশ লিমিটেড, জুবায়ের আলমাহমুদ হোসেন, আহবায়ক, বিডিসাফ

ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মোহিব্বুল মোক্তাদীর তানিম, যুগ্ম-আহবায়ক, বিডিসাফ। 

এই আলোচনা অনুষ্ঠানের খবরা খবর জানেতে চোখ রাখুন  techvision24.com  নিউজ সাইটে।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন