এক ঘণ্টা বন্ধ ছিলো ইনস্টাগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে ১ ঘণ্টা বন্ধ ছিল জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।  আজ (৯ ফেব্রুয়ারি) মেটা নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মটি জানায়, প্রযুক্তিগত সমস্যাটি এক ঘণ্টা স্থায়ী ছিল। এরপরে এটি দ্রুত সমাধান করা হয়েছে। খবর রয়টার্স।

এক টুইট বার্তায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বৃহস্পতিবার রাতের প্রথমভাগে প্রযুক্তিগত সমস্যার কারণে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ব্রাউজ করতে সমস্যা হচ্ছিল। আমরা যত দ্রুত সম্ভব সবার জন্য সমস্যাটি সমাধান করেছি।’
বিভিন্ন ওয়েবসাইট ও পরিষেবা তথ্যবিষয়ক প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর জানিয়েছে, ৫৩ হাজারের অধিক ব্যবহারকারী এ সময়ে ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারেননি। বিভিন্ন উৎস থেকে পরিষেবা স্ট্যাটাস রিপোর্ট সংগ্রহ করে থাকে ডাউনডিটেক্টর। যার মধ্যে প্ল্যাটফর্মে পাঠানো ব্যবহারকারীর বিভিন্ন সমস্যার তথ্য সংযুক্ত থাকে।

ইনস্টাগ্রাম পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ডাউনডিটেক্টর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্ল্যাটফর্মটি বন্ধ থাকার রিপোর্ট হাজারের নিচে নেমেছে। এছাড়া যুক্তরাজ্য, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া মিলিয়ে সংখ্যাটি শতকের কম। 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন