আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাইবার সুরক্ষা বিষয়ে কর্মশালা করেছে আইএসপিএবি

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে সাইবার সুরক্ষা বিষয়ে সচেতনতা কর্মশালা করলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে সাইবার সুরক্ষা বিষয়ে সচেতনতা কর্মশালা করলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।

বুধবার অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থীদেরকে কম্পিউটার, ইন্টারনেট ও সাইবার নিরাপত্তার বুনিয়াদি প্রশিক্ষণের পাশাপাশি কীভাবে ইন্টারনেট ব্যবহার করে আর্থ-সামাজিক উন্নয়নে তরুণরা ভূমিকা রাখতে পারে তার ওপর আলোকপাত করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিল এর ডেপুটি কো-অর্ডিনেটর মো: মশিউর রহমান। আইএসপিএবির যুগ্ম সাধারণ সম্পাদক মো: এ কাইয়ুম রাশেদের সভাপতিত্বে  কর্মশালায় প্রশিক্ষণ দেন এটুআই টেকনোলজি এ্যানালিস্ট প্রযুক্তিবিদ হাফিজুর রহমান ও এআইইউবি  সহযোগী অধ্যাপক ড. দেবাজ্জয়তি কর্মকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইএসপিএবি নির্বাহী পরিচালক মেজর (অভ) মো: এনামুল হক, অফিস সেক্রেটারী বিজয় কুমার পাল এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রোগ্রাম অফিসার মো. ফয়সাল খান উপস্থিত ছিলেন।  

কর্মশালার যৌথ আয়োজক ছিলো বিজনেস প্রমোশন কাউন্সিল।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন