আকিজ সিরামিকস বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট সম্পন্ন

আকিজ সিরামিকস

টেকভিশন২৪ ডেস্ক:   ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ  আয়োজিত আকিজ সিরামিকস প্রেজেন্টস বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৮, ১৯, ২৫ ফেব্রুয়ারীর পর ২৬ ফেব্রুয়ারি ২০২২ এই ইভেন্টটি শেষ হয়। এই ফেস্টের পাওয়ার্ড বাই স্পন্সর  সুপার স্টার গ্রুপ ও বিএসআরএম। এই আয়োজনে প্লাটিনাম স্পনসর রিহ্যাব ও টেসি!

চার দিনের ১৫টি সেসানে উন্নয়নের প্রধাণ দৃশ্যমান উপাদান নির্মাণ সামগ্রীর ব্যবসাকে আরও সমৃদ্ধ করতে মার্কেটিং এর বিভিন্ন টুল কিভাবে ভূমিকা রাখবে তা নিয়ে আলোচনা করেন ৩৭ জন বক্তা। আকিজ সিরামিকসের ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) জনাব খুরশীদ আলম বাবু দেশের নির্মাণ সামগ্রী মার্কেটের ওভারভিউ এবং ট্রেন্ড ব্যাখ্যা করার মাধ্যমে ১৮ ফেব্রুয়ারী ফেস্টের প্রথম দিনের আলোচনায় শুরু হয়। নির্মাণ সামগ্রী মার্কেটের বর্তমান অবস্থা এবং কোভিডকালীন সময়েও এগিয়ে যাবার কৌশল এবং পদক্ষেপ বিষয় নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন তিনি। নির্মাণ সামগ্রী সম্পর্কিত  উদ্যোক্তাদের ভাবনা, মার্কেট ইনসাইট, মার্কেট ফোর্সেস, মার্কেট ইন্টেলিজেন্স, গ্লোবাল প্র্যাক্টিস, গো টু এন্ড রুট টু মার্কেট, কম্যুনিকেসান চ্যালেঞ্জেস, ফিউচার অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস, সিএক্সও সেসান, মার্কেটিং কম্যনিকেসান, প্রোমোসন ইন বিল্ডিং ম্যাটেরিয়ালস, নিউ প্রোডাক্ট ইন বিল্ডিং ম্যাটেরিয়ালস, গোয়িং গ্রিন- মিট দ্যা আর্কিটেক্ট, সেলস এন্ড সাপ্লাই চেইন সল্যুসন্স এবং সিএমও সেসান শিরোনামে দরকারী আলোচনাগুলো অনুষ্ঠিত হয়।

দেশের সার্বিক নির্মাণ সামগ্রী সম্পর্কিত  বিস্তারিত আলোচনায় এই খাতের বর্তমান মার্কেটের অবস্থা, সম্ভাবনা, ভবিষ্যৎ, প্রতিবন্ধকতা,  চ্যালেঞ্জ, ক্রেতা এবং ভোক্তাদের আচরণ, মার্কেট ইনসাইট, মার্কেটিং চ্যালেঞ্জেসহ দরকারি বিষয়ে ইন্টারএকটিভ আলোচনা করেন। বক্তারা বলেন, বিল্ডিং উপকরণের মান সঠিক একটি টেকসই স্থাপনার জন্যে খুবই দরকারি। বাজারে সুস্থ্য প্রতিযোগিতা নিশ্চিত করার পাশাপাশি সহযোগী পার্টনারদের  তথ্য প্রদান ও প্রশিক্ষণ প্রদান করার উপর গুরুত্ব দেন বক্তারা।

মানসম্পন্ন পণ্য, ইনোভেসান, কর্তব্যনিষ্ঠ এবং বিশ্বস্ত মানব সম্পদ নিয়ে কাজ করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও নির্মাণ সামগ্রি রপ্তানি করা সম্ভব বলে মতামত দিয়েছেন হারুন উর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, সুপার স্টার গ্রুপ।
‘দেশের প্রথমবারের মত নির্মণা সামগ্রী মার্কেটিং ফেস্টের সহআয়োজক হতে পেরে আনন্দিত, সামনের দিনেও এই ধরণের উদ্যোগের সাথে আমরা থাকব’ মতামত দেন ফারাহ শাহ্‌রুখ রাজা, হেড অফ মার্কেটিং, বিএসআরএম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র‍্যান্ড প্র‍্যাক্টিশনার্স বাংলাদেশ এর ফাউন্ডার ও প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস।

নির্মাণ সামগ্রীর মত গুরুত্বপূর্ণ একটি খাতের মার্কেটিং বিষয়ক দরকারী আলোচনার উদ্যোগ নেবার জন্যে ব্র‍্যান্ড প্র‍্যাক্টিশনার্স বাংলাদেশকে ধন্যবাদ জানান বক্তারা এবং অংশগ্রহণকারীরা। চারদিনের এই প্রোগ্রামের ভিডিও ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ এর ফেসবুক পেজ থেকে দেখা যাবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন