শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:১৬ পূর্বাহ্ণ
26 C
Dhaka

কম্পিউটার সোসাইটি দেশে দক্ষ জনবল তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে: মন্ত্রী মোস্তাফা জব্বার

টেকভিশন২৪ প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের আইসিটি পেশাজীবীদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) গত ৪ মাসে সাইবার সিকিউরিটি,ডাটা সেন্টার ম্যানেজমেন্ট, ইথিকাল হ্যাকিং ও প্রকল্প ব্যবস্থাপনা বিষয়সমূহের উপর বিভিন্ন প্রতিষ্ঠানে আইটি পেশায় কর্মরত বিসিএস এর সর্বমোট ৮৮৭ (আটশত সাতাশি) জন সদস্যকে সম্পূর্ণ বিনামূল্যে ভার্চুয়াল প্রশিক্ষণ প্রদান করেছে।

- Advertisement -

চতুর্থ শিল্পবিপ্লব তথা তথ্য-প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও দেশের আইটি পেশাজীবিদের বিভিন্ন খাতে পেশাগত যোগ্যতা ও দক্ষতা বিকাশে বছরব্যাপী এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বর্তমান নির্বাহী কমিটি জানায়। এরই ধারাবাহিকতায় ১৮ জুন ২০২১ তারিখে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ (ভার্চুয়াল) অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এ. কে. এম. আফতাব উল ইসলাম, এফ সি এ, পরিচালক, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ এবং ড. এম মোশাররফ হোসেন, এফসিএ, চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিসিএস এর ট্রেজারার ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম।

সভার শুরুতে বিসিএস এর জেনারেল সেক্রেটারি আবদুর রহমান খান জিহাদ সূচনা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ডিজিটাল অবকাঠামো বিনির্মাণে আইসিটি ক্যাডার প্রতিষ্ঠার ব্যাপারে মন্ত্রীর কাছে জোরালো দাবী উত্থাপন করেন। ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক), প্রফেসর ড. মুহাম্মদ নূরুল হুদা প্রশিক্ষণ রিপোর্ট পাঠ করেন ।

মন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির যুগোপযোগি প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষনের মাধ্যমে এই সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার ব্যাপারে বিশেষ জোর দেন। এছাড়া কম্পিউটার প্রোগ্রামিং এর মৌলিক জ্ঞানের ভীত আরও সমৃদ্ধ করার জন্য শিশু কিশোরদের উপযোগী প্রশিক্ষন আয়োজন করার ব্যাপারে দিক নির্দেশনা দেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ডিজিটাল বাংলাদেশ গড়ায় তাঁর অবদানের কথা তুলে ধরেন।

টেলিকম ক্যাডারকে আরোও শক্তিশালী করার পাশাপাশি আইসিটি ক্যাডার প্রতিষ্ঠার লক্ষ্যে মন্ত্রী মহোদয় কাজ করবেন বলে উল্লেখ্য করেন। সভায় বিশেষ অতিথি এ. কে. এম. আফতাব উল ইসলাম আইসিটি শিল্প বিকাশে বিনিয়োগ বাড়ানোর উপর আলোকপাত ও আইটি পেশাজীবীদের জন্য বিসিএস এর এই প্রশিক্ষণ উদ্যোগকে সময়পোযোগী ফলপ্রসূ বলে অভিমত ব্যাক্ত করেন। অপর বিশেষ অতিথি ড. এম মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে অর্থনৈতিক উন্নয়নে আইসিটি সেক্টরের ভূমিকা তুলে ধরার পাশাপশি দেশের ইনস্যুরেন্স খাতকে ডিজিটালাইজেশন করার উপর গুরুত্বারোপ করেন।

অতিথিদের বক্তব্য শেষে সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন অনুষ্ঠান সমাপনী বক্তব্যে ডিজিটাল বাংলাদেশকে সমৃদ্ধ করতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকে আরোও শক্তিশালী করার জন্য সভায় উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। পরিশেষে জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক) নজরুল ইসলাম ভূঁইয়া সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img