অনলাইন গেম খেলার সুবিধা আনবে ইউটিউব

টেকভিশন২৪ ডেস্ক: ব্যবহারকারীদের নতুন সব অভিজ্ঞতা দিতে প্রযুক্তি জায়ান্টগুলো বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে এবার অনলাইন গেম খেলার সুবিধা দিতে নতুন পণ্যের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। সম্প্রতি মালিকানা প্রতিষ্ঠান গুগলের কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে। খবর রয়টার্স।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্লেয়েবলস নামে নতুন পণ্যটি বাজারজাতে কাজ করছে ইউটিউব। গুগল এর কর্মীদের পণ্যটি পরীক্ষা করার আহ্বান জানিয়েছে। পরীক্ষার জন্য বর্তমানে আর্কেড গেম স্ট্যাক বাউন্সের মতো টাইটেলও রয়েছে। ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইউটিউব সাইটে অথবা অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমচালিত সেলফোনে গেম খেলতে পারবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউটিউবের এক মুখপাত্র জানান, গেমিং নিয়ে কাজ করার জন্য দীর্ঘ সময় ধরে ভাবছে ইউটিউব। যে কারণে নতুন ফিচার নিয়েও পরীক্ষা চলছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন