পাকিস্তানের লাহোর-ইসলামাবাদে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ

ইন্টারনেট
ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে আরও ডুবিয়ে দিলো ভয়াবহ বন্যা। স্মরণকালের চলমান বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে। বিভিন্ন প্রদেশে এ পর্যন্ত বন্যায় মারা গেছেন ১,১০০ জনের বেশি। ভেসে গেছে গবাদি পশু, রাস্তাঘাট, ক্ষেতের ফসল। ঘরবাড়ি হারিয়ে লাখ লাখ মানুষ আশ্রয়হীন। বিধ্বংসী এ বন্যায় এরইমধ্যে ক্ষয়ক্ষতি এক হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনা মন্ত্রী।

ভয়াবহ বন্যা কারণে দেশটির জনগণ এই মুহূর্তে ইন্টারনেটের সুবিধা পাচ্ছে না। অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষ করে, রাজধানীসহ পার্শ্ববর্তী শহর ক্ষতিগ্রস্থ হয়েছে।

পাকিস্তানের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কেও সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের মানুষ। এ বিষয়ে পাকিস্তান সরকার জানিয়েছে, বৃষ্টি ও বন্যার কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটে ত্রুটি দেখা দিয়েছে, দ্রুত ঠিক করার কাজ চলছে।

পাকিস্তানের বৃহত্তম শহর লাহোর-ইসলামাবাদে ব্রডব্যান্ড ছাড়াও মোবাইল নেটওয়ার্কে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

দেশটির প্রায় ১২ কোটি মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন