বিএসইসি ও ইউসিবি স্টকের আয়োজনে দুবাইয়ে রোড-শো সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুবাইতে আজ (৯ ফেব্রুয়ারি ২০২১) প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের (এনআরবি) জন্য এবং বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে “দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস” শীর্ষক রোড-শোয়ের আয়োজন করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড রোড-শো টি স্পনসর করেছে। রোড শো টি শুক্রবার (১২ ফেব্রুয়ারি ২০২১) পর্যন্ত চলবে।

রোড-শোয়ের সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম। তিনি তাঁর সমাপনী বক্তব্যে ব্যাংকিং খাতে দীর্ঘকাল ধরে বিদ্যমান ম্যাচিউরিটি মিসম্যাচ সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জন্য পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি। তিনি পুঁজিবাজারের ঝুঁকিপূর্ণ প্রকৃতির বিষয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং যথাযথ গবেষণা ও শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগের পদ্ধতির প্রয়োজনীয়তার কথা বলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং করোনা মহামারীকালীন সময়ে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তিনি বর্তমান সরকারের  পাশাপাশি নতুন কমিশনকে পুঁজিবাজারে নিয়মকানুনের কঠোর বাস্তবায়ন অর্জনে তাদের নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আইডিএলসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান। তিনি বাংলাদেশের অর্থনীতি এবং পুঁজিবাজারের একটি প্রেক্ষাপট আলোচনা করেছেন। এছাড়া, তিনি গুজব এড়াতে এবং উন্নত কর্পোরেট প্রশাসন ও মৌলিকতা সম্পন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।

এছাড়া, মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর মোঃ মাসুদুর রহমান, পরিচালক, ডিএসই এবং জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান,  চেয়ারম্যান, আল হারামাইন গ্রুপ।

প্রশ্নোত্তর পর্বে প্যানেলিস্ট হিসাবে অংশগ্রহণ করেন মাহবুব উল আলম, নির্বাহী পরিচালক, বিএসইসি;  সৈয়দুর রহমান, সভাপতি, বিএমবিএ; এম শাইফুর রহমান মজুমদার, সিওও, ডিএসই; আশেকুর রহমান, এমডি মিডওয়ে সিকিওরিটিজ; খন্দকার সাফাত রেজা, সিইও ও ডিরেক্টর, লঙ্কা সিকিউরিটিজ।

বিএসইসি চেয়ারম্যান অনলাইন অ্যাকাউন্ট খোলার পোর্টালও উদ্বোধন করেন যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীবৃন্দ অনলাইনে তাদের অ্যাকাউন্ট খুলতে সক্ষম হবে।

অনুষ্ঠানে কমিশনার খোন্দকার কামালুজ্জামানসহ বিএসইসির বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড পক্ষ থেকে পরিচালক আসিফুজ্জামান চৌধুরী; পরিচালক ড মোঃ জোনায়েদ শফিক; পরিচালক বশির আহমেদ; শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, সিইও, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড; তানজিম আলমগীর, সিইও, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ রোড-শোতে অংশ নিয়েছেন।

দুবাইয়ের বিভিন্ন সম্প্রদায়ের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও এই রোড শোতে উপস্থিত ছিলেন।

শেষ দিনে, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড বাংলাদেশের বাইরে প্রথম বিদেশি ডিজিটাল বুথ চালু করবে। বুথটি উদ্বোধন করবেন বিএসইসি চেয়ারম্যান। এই কমিশনের অন্যতম নতুন উদ্যোগ ডিজিটাল বুথ।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন