টেকভিশন২৪ ডেস্ক: দেশ সেরা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এবার যুক্ত হলো দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠী পারটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পারটেক্স বেভারেজ লিমিটেড। এর মধ্যে দিয়ে পারটেক্স বেভারেজ লিমিটেডের মাম পানি, আরসি কোলা, আরসি জিরা পানিসহ অন্যান্য কোমল পানীয়গুলো আকর্ষণীয় মূল্য ছাড়ে পাবেন ইভ্যালির গ্রাহকেরা।
৩ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে পারটেক্স বেভারেজ লিমিটেডের এর সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ইভ্যালি। চুক্তিপত্রে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং পারটেক্স বেভারেজ লিমিটেডের এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, পারটেক্স বেভারেজ দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবত আমাদের মধ্যেকার ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান। দেশের ভোক্তা শ্রেণীকে গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা দিতে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।
উক্ত অনুষ্ঠানে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল, পরিচালক (আইটি) মামুনুর রশিদ, বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কে এম ইউনুস আল মামুন রাকিব,পারটেক্স বেভারেজের পরিচালক (বিক্রয় ও বিপণন) সৈয়দ ইকবাল করিম,অতিরিক্ত মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) নাহিদ ইউসুফ, ব্যবস্থাপক (বিক্রয় পরিসংখ্যান) জামাল হোসেন সহকারী ব্যবস্থাপক (ব্রান্ড) সিরাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।