শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১:৩৫ অপরাহ্ণ
32.7 C
Dhaka

বাংলাদেশে গুগল পে নাকি গুগল ওয়ালেট চালু হয়েছে?

গোলাম দাস্তগীর তৌহিদ: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গত ২৪ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সিটি ব্যাংক গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করতে যাচ্ছে। সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড এবং ভিসা। দেশের মধ্যে প্রথমবারের মতো সিটি ব্যাংকই সরাসরি গুগল পে’র সঙ্গে যুক্ত হলো।

এবিষয়ে বিশিষ্ট প্রযুক্তিবিদ সৈয়দ আলমাস কবির বলেন, আসলে Google Pay বাংলাদেশে এখনও চালু হয়নি। সেটার জন্য লাইসেন্স লাগবে, যা গুগলের আপাতত নেয়ার পরিকল্পনা নেই। Google Wallet এ আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড স্টোর করে রাখতে পারেন, যা দিয়ে ফিজিক্যাল প্লাস্টিক কার্ডটি ছাড়াই ওই ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন যেকোন NFC POS মেশিনে। কিন্তু অনলাইনে ব্যবহার করা যাবে না।

তিনি আরো বলেন, Google Wallet হলো একটা স্টোরেজ হোল্ডার যেখানে ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়াও অন্যান্য আইডি কার্ড, লয়ালটি কার্ড, ভ্যাকসিন সার্টিফিকেট ইত্যাদি স্টোর করে রাখতে পারেন। আপাতত সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড এখানে রাখা যাচ্ছে। অদূর ভবিষ্যতে আরও কয়েকটা ব্যাংকের কার্ডও রাখা যাবে। Google Pay আসলে সেটা দিয়ে আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা দোকানদারের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা যাবে। অনলাইনে ব্যবহার করে কেনাকাটা করা যাবে।

গুগল ওয়ালেট না পে ব্যবহারকারীর মতামত-

তারেক ইসলাম শুভ বলেন, বিশ্বব্যাপী গুগল পেয়ে আসলে বন্ধ হয়ে যাচ্ছে, পুরাটাই গুগল ওয়ালেটে চলে আসছে। গুগল ওয়ালেট এ কার্ড কে এন্ট্রি করে সেই কার্ড দিয়ে এনএফসি প্রযুক্তির সাহায্যে পেমেন্ট করা যায়। বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র সিটি ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ড গুগল ওয়ালেট রিকগনাইজ করতে পারে। তো আমার সিটি ব্যাংকে একাউন্ট আছে এবং এমএক্স কার্ড আছে। আমি সিটি টাচ অ্যাপ থেকে একটা মাস্টার কার্ড ভার্চুয়াল কার্ড তৈরি করি এবং সে ভার্চুয়াল কার্ডটি আমার গুগল ওয়ালেটে এড করি। এরপরে যে কোন পেমেন্টে আগে যেখানে এনএফসি এনাবেল কার্ড টাচ করাতে হতো পজ মেশিনে, সে ক্ষেত্রে এখন গুগল ওয়ালেটের ফোনটি কাছে নিয়ে গেলেই অটো পেমেন্ট হয়ে যায়। অভিজ্ঞতাতে ভালো লেগেছে, বিশেষ করে ওয়ালেট থেকে ফিজিক্যাল কার্ড বের করার ঝামেলা নেই। পেমেন্ট করার সাথে সাথেই গুগল ওয়ালেট অ্যাপে নোটিফিকেশন চলে আসে, এবং ভবিষ্যৎ প্রয়োজনে পেমেন্টের রেকর্ডটিও অ্যাপে থাকে। আমি আমার অভিজ্ঞতা খুবই খুশি।

নাসিব খান, গুগল পে আমার লেনদেনকে করেছে আরও স্মার্ট ——
আজকের ব্যস্ত জীবনে দ্রুত, নিরাপদ এবং ঝামেলাহীন লেনদেন অনেক বড় একটি চাওয়া। সিটি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশে গুগল পে চালু হওয়ায় সেই চাওয়াটা যেন বাস্তবেই পূরণ হলো।

ব্যবহারকারী হিসেবে আমার অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। গুগল পে অ্যাক্টিভেট করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। আমি আমার কার্ডটি গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করেছি মাত্র কয়েক মিনিটেই। শুধু মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কার্ডটি স্ক্যান করলেই কার্ডের তথ্য চলে আসে, এরপর ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে নিরাপদভাবে কার্ড সংযুক্তি সম্পন্ন হয়। কোনো ঝামেলা নেই, ঝুঁকি নেই — বরং এক নতুন স্বাচ্ছন্দ্য।

লেনদেন করার জন্য এখন আর পকেটে কার্ড রাখতে হয় না। লেনদেনের সময় এখন আর কার্ড বা নগদ টাকার চিন্তা নেই। মোবাইল ফোনটিই হয়ে উঠেছে আমার ডিজিটাল ওয়ালেট। যেকোনো পস মেশিনে ফোনটি টাচ করলেই নিরাপদ ও তাত্ক্ষণিকভাবে পেমেন্ট হয়ে যাচ্ছে, তাও আবার বায়োমেট্রিক নিরাপত্তার সঙ্গে। প্রতিটি লেনদেনের রসিদও ফোনেই সংরক্ষিত থাকায় ব্যয় বিবরণী হিসাব রাখাও এখন অনেক সহজ।

দেশে এমন একটি আধুনিক, নিরাপদ ও ঝামেলাহীন পেমেন্ট প্রযুক্তি চালু করার জন্য সিটি ব্যাংক এবং গুগল উভয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।

আসিফ রেজা টিটু, গুগল ওয়ালেটে কার্ড অ্যাড করার অভিজ্ঞতা ছিল একেবারেই সহজ ও ঝামেলামুক্ত। আমি সিটি ব্যাংকের কার্ড মাত্র কয়েকটি তথ্য দিয়ে মুহূর্তেই যুক্ত করতে পেরেছি। এরপর মোবাইল ফোন পজ মেশিনের কাছে টাচ করেই সহজে পেমেন্ট করেছি, দ্রুত, নিরাপদ এবং নির্বিঘ্নে।
বাংলাদেশে এখন গুগল ওয়ালেট অ্যাপেই গুগল পে ফিচারটি যুক্ত রয়েছে। অর্থাৎ, গুগল ওয়ালেটে যে কার্ড সংযুক্ত করা হয়, সেটি দিয়েই পেমেন্ট করার জন্য গুগল পে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আলাদা কোনো অ্যাপ লাগছে না। প্রযুক্তির এই স্মার্ট সুবিধা আমাদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ ও আধুনিক করে তুলছে।

বিভিন্ন তথ‌্য মতে জানা যায়, গুগল ওয়ালেট বা Google Wallet (আগে Google Pay এর অংশ হিসেবে পরিচিত) বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল পেমেন্ট ও মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এটা মূলত Google এর ডিজিটাল মানি ব্যালেন্স, কার্ড সংযুক্তকরণ, এবং লেনদেনের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

২০২৩-এর দিকে গুগল ওয়ালেটের বর্তমান অবস্থা নিম্নলিখিত বিষয়ে উল্লেখযোগ্য:

প্রধান বৈশিষ্ট্য ও অবস্থা
বিস্তৃত ব্যবহারে উন্নতি: গুগল ওয়ালেট এখন আরও বেশি সংখ্যক দেশে এবং ব্যাংকগুলির সাথে সংযুক্ত হয়ে ব্যবহারকারীদের জন্য সহজ, দ্রুত এবং সুরক্ষিত লেনদেনের সুবিধা প্রদান করছে।

অ্যাপের ইন্টিগ্রেশন: Google Wallet এখন শুধুমাত্র পেমেন্টের জন্য নয়, বরং এই প্ল্যাটফর্মে কিংবদন্তি কার্ড, টিকেট, গিফট কার্ড, এবং অন্যান্য ডিজিটাল আইটেম সংরক্ষণ ও ব্যবহার করা যায়।

নিরাপত্তা ব্যবস্থা: গুগল ওয়ালেট ফিচারগুলোতে উন্নত সুরক্ষা ব্যবস্থা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশন, এবং অ্যান্টি-ফ্রড প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

নতুন ফিচার: কিছু অঞ্চলে গুগল ওয়ালেট এখন ‘ব্যক্তিগত মানি ট্রান্সফার’ এর পাশাপাশি বিল পেমেন্ট, দোকান-পাটে পেমেন্ট, এবং রিওয়ার্ড বা ক্যাশব্যাক অফারও চালু করছে।
অ্যাপের সরলতা: ব্যবহারকারীদের জন্য অ্যাপের ইন্টারফেস আরও সহজ ও ব্যবহারবান্ধব করে তোলা হচ্ছে।

চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ
গুগল ওয়ালেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ব্লকচেইন-ভিত্তিক অর্থনীতি, আরও অটোমেটেড ট্রান্সফার অপশন, এবং আরও বেশি ব্যাংক ও মার্চেন্টের সাথে সংযোগের পরিকল্পনা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল মেলা; চলবে ১৯ তারিখ পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: বিশেষায়িত আইটি পণ্যের প্রদর্শনী নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আইটি প্রফেশনালস ক্লাব লিমিটেডের নতুন কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত...

সর্বশেষ

স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন, অফিসিয়াল রিসেলার বিএসসিএল

টেকভিশন২৪ প্রতিবেদক: শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ...

স্টারলিংকের পরিবেশক হিসেবে গ্লোবাল ব্র্যান্ডের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক-এর সরকারিভাবে অনুমোদিত...

রিভো বাংলাদেশের ‘মুনসুন অফার’ ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে নতুন এক ক্যাম্পেইন চালু করেছে দেশের...

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়নি:টেলিযোগাযোগ মন্ত্রণালয় 

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত—কোনোটাই করা হয়নি বলে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img