টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ কসমেটিকস পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান কেয়া কসমেটিকস লিমিটেড এর সাথে এবার যুক্ত হলো দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেড। এখন থেকে কেয়া কসমেটিকস এর কেয়া বিউটি সোপ, লাইফগার্ড সোপ, কেয়ার হ্যান্ড ওয়াস এবং কেয়া আইস ম্যাজিক পাউডার সহ নানারকম পণ্য বিভিন্ন ডিসকাউন্টে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকেরা।
রবিবার (২৮ ফেব্রুয়ারি ) ইভ্যালির জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করাহয় ।
এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং কেয়া কসমেটিকস লিমিটেড এর পরিচালক এম মিরাজ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷
অনুষ্ঠানে ইভ্যালির ক্যাটাগরি হেড নূর জাহান জুঁই , বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, কি একাউন্ট ম্যানেজার মোঃ জোবায়ের এবং কেয়া কসমেটিকস লিমিটেড এর ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।