সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ণ
26 C
Dhaka

বাংলাদেশেই নির্মিত হচ্ছে আইওটি নির্ভর স্মার্ট ভেন্ডিং মেশিন

টেকভিশন২৪ প্রতিবেদক: একশ বছরের পুরনো ভেন্ডিং মেশিন টেকনোলজি কেন এখনো বাংলাদেশে প্রসার পায়নি এ নিয়ে ভাবতে ভাবতে ২০১৪ সাল থেকে চিন্তা আর ২০১৯ থেকে শেষমেশ গবেষণা শুরু।

- Advertisement -

অতঃপর প্রায় ৩ বছরের বেশি গবেষণা ও সেটিকে ভাঙা-গড়ার মধ্য দিয়েই একটা সম্ভাবনার আলো দেখতে পান মোঃ শরীফ মুক্তাদির, সিইও, ভেন্ডি লিমিটেড।

ভেন্ডি লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম ভেন্ডিং মেশিন প্রস্তুতকারক কোম্পানি যারা এতদিন পর্দার আড়ালে থেকে কাজ করে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২১’ এ ‘টিম উইংস’কে একটি ‘হাইজিন ভেন্ডি’ স্পন্সরের মাধ্যমে বাজারে আসার ইঙ্গিত দেয়। ‘টিম উইংস’ বাংলাদেশ স্কাউটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা যেখানে বিনামূল্যে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের হস্তশিল্পের প্রশিক্ষণ দেয়া হয়। এই নারীদের মাসিককালীন তৎপরতা ও সুরক্ষা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করতেই ভেন্ডি লিমিটেডের এ প্রচেষ্টা।

ভেন্ডি লিমিটেড সম্পর্কে কোম্পানির সিটিও বিদ্যুৎ দেবনাথ বলেন, “ভেন্ডিং মেশিনের মত পুরনো একটি টেকনোলজিকে সম্পূর্ণ নতুন ডিজাইনেই আমাদের দেশের জনগণের মনস্তাত্বিক চিন্তাভাবনাকে মাথায় রেখেই প্রস্তুতকৃত। চলমান ধারা থেকে বের হয়ে এসে সম্পূর্ণ আলাদা একটি ডিজাইনে আমাদের মেশিনগুলো তৈরি হচ্ছে যেটি বাংলাদেশের ডিজিটালাইজেশনে এবং মুজিববর্ষের একটি অন্যতম মাইলফলক হিসেবে সাক্ষর রাখবে।” তিনি আরও বলেন, “ আমাদের বিভিন্ন রকমের ভেন্ডিং মেশিন রয়েছে যেগুলো দিয়ে সেনিটারি ন্যাপকিন থেকে শুরু করে কনডম,মাস্ক,বাচ্চাদের ডায়াপার, চকোলেট, প্যাকেটজাত খাবার,বিস্কুট, পানি ও বেভারেজ ইত্যাদি ক্রয়-বিক্রয় সম্ভব। আরও নতুন নতুন পণ্য মাথায় রেখে আমাদের গবেষণা ও উন্নয়নের কাজ চলছে,  শীঘ্রই আমরা সারাদেশে আমাদের ব্র্যান্ড ‘ভেন্ডি’কে সবার সামনে পুরোদমে পরিচয় করিয়ে দিব।”

ভেন্ডি লিমিটেডের ভেন্ডিং মেশিন গুলো সম্পূর্ণ স্পর্শ বিহীন ও এম এফ এস পেমেন্ট সমর্থিত, অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যে কেউ চাইলে তাদের কর্মী কিংবা মেম্বারদের আইডি কার্ড দিয়ে পণ্য নিতে পারবেন। যেহেতু মেশিন গুলো সম্পূর্ণ বাংলাদেশেই প্রস্তুত করা হচ্ছে, ক্রেতার চাহিদা অনুযায়ী পরিবর্ধন করে তৈরি করে দেয়াও সম্ভব।

এ বিষয়ে প্রশ্ন করলে কোম্পানির সিইও জানান, “ সবথেকে ভালো লাগছে এটা ভেবে যে, আমরা নিজেদেরকে ঠিকমত প্রমোশন না করার পরও দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়তই সাড়া পাচ্ছি।

বরিশাল, রাজশাহী, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে তুরস্ক,সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া থেকেও আমাদের সাথে যোগাযোগ করছে এবং নতুন নতুন আইডিয়া শেয়ার করছে তাদের এলাকায় স্থাপনের জন্যে।

আমাদের টার্গেট এটাই যেন সামাজিক সকল ট্যাবু ভুলে মানুষ যেন ২৪/৭ তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য কেনাকাটা করতে পারে এবং দেশের অন্তত শতকরা ২০ ভাগ শিক্ষিত বেকার যারা রয়েছে স্বল্প বিনিয়োগে কর্মসংস্থানের ব্যবস্থা করা ২০২১ সালের মধ্যে।” তিনি বাংলাদেশের সকল গার্মেন্টস-কারখানা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, হোটেল ও রিসোর্ট, কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও -এর তত্ত্বাবধানে থাকা সবাইকে আহ্বান জানিয়েছেন নারীর সুরক্ষা নিশ্চিত করতে ‘হাইজিন ভেন্ডি’ প্রতিস্থাপনের জন্যে।

প্রতিষ্ঠানটির পার্টনার ও বিনিয়োগকারী সাবিলা ইনুন বলেন, আমরা এক একটি ভেন্ডিং মেশিন ৩০ হাজার টাকা দামে বর্তমানে বিক্রি করছি। দেশে এবং বিদেশ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ‌

বাংলাদেশে আইওটি ও আইটি প্রসারে ভেন্ডি লিমিটেডের এই যাত্রা আলোর পথ দেখাবে বলেই আশা করা যাচ্ছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

ওয়ালটন কেবলস এখন মালদ্বীপে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তিতে উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে...

‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ১৮ নভেম্বর: ইসি সচিব

ইসি সচিব বলেন, ‘আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট...

ভিভোর ৮ বছর পূর্তিতে ৭০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক:  বাংলাদেশের বাজারে সফলভাবে আট বছর পূর্ণ করতে...

৫ম বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img