টেকভিশন২৪ ডেস্ক: এক্সএআই তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল গ্রোক ৩ উন্মোচন করেছে। কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মতে, নতুন মডেলটি পূর্ববর্তী সংস্করণের চেয়ে দশ গুণ বেশি সক্ষম। লাইভস্ট্রিমের মাধ্যমে ঘোষিত এই মডেল বিশেষভাবে উন্নত যুক্তিনির্ভর বিশ্লেষণ করতে পারবে বলে দাবি করা হয়েছে।
গ্রোক ৩-এর বিভিন্ন সংস্করণের মধ্যে রয়েছে গ্রোক ৩ মিনি, যা দ্রুত উত্তর দিতে পারলেও অন্যান্য মডেলের মতো নির্ভুল নয়। তবে গ্রোক ৩ রিজনিং এবং গ্রোক ৩ মিনি রিজনিং বিশেষভাবে মানবীয় যুক্তির মতো তথ্য বিশ্লেষণ করতে সক্ষম বলে দাবি করেছে এক্সএআই।
এক্সএআই জানিয়েছে, গ্রোক ৩ রিজনিং ওপেনএআই-এর ও৩-মিনি এবং ডিপসিকের আর১ মডেলের চেয়েও উন্নত। এটি এক্সের প্রিমিয়াম+ গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে, যার বর্তমান মূল্য মাসে ৪০ ডলার। একইসঙ্গে, এটি স্বতন্ত্র গ্রোক অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্মে চালু হবে, যেখানে “সুপারগ্রোক” নামে একটি নতুন সাবস্ক্রিপশন চালু করা হচ্ছে, যার মূল্য হবে মাসে ৩০ ডলার।
গ্রোক ৩ চালু হওয়ার পর ব্যবহারকারীরা “থিঙ্ক” অপশন ব্যবহার করে উন্নত যুক্তিনির্ভর বিশ্লেষণ করতে পারবেন, যা গণিত, বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ের জটিল প্রশ্নের উত্তর দেবে। আরও উন্নত বিশ্লেষণের জন্য “বিগ ব্রেইন” ফিচার ব্যবহার করা যাবে, যা বাড়তি কম্পিউটিং শক্তি প্রয়োগ করবে।
নতুন ডিপসার্চ ফিচার এক্স এবং ইন্টারনেট স্ক্যান করে গবেষণার জন্য সংক্ষিপ্ত সারাংশ তৈরি করবে। এক্সএআই আরও জানিয়েছে, গ্রোক অ্যাপে খুব শিগগিরই “ভয়েস মোড” আসছে, যা ব্যবহারকারীদের সাথে কৃত্রিম কণ্ঠস্বরের মাধ্যমে কথা বলার সুযোগ দেবে। এছাড়া, পুরোনো গ্রোক ২ মডেলগুলোর কোড আসন্ন মাসগুলোতে উন্মুক্ত করা হবে।
সূত্র: এনগ্যাজেট