টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) তাদের প্ল্যাটফর্মে অপর নিরাপদ মেসেজিং অ্যাপ সিগন্যালের লিংক শেয়ার করা সীমিত করেছে। ব্যবহারকারীরা ব্যক্তিগত বার্তা (ডিএম), পোস্ট বা প্রোফাইল পৃষ্ঠায় এই লিংক শেয়ার করতে গেলে বিভিন্ন ধরনের ত্রুটিসংক্রান্ত বার্তা পাচ্ছেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সিগন্যাল ডট মি লিংক পোস্ট করতে গেলে ব্যবহারকারীদের “এই অনুরোধ স্বয়ংক্রিয় মনে হচ্ছে” বা “এই লিংক স্প্যাম বা ক্ষতিকারক হিসেবে চিহ্নিত হয়েছে”—এমন বার্তা দেখানো হচ্ছে। এমনকি, ইতোমধ্যে শেয়ার করা লিংকে ক্লিক করলে ব্যবহারকারীদের সতর্কবার্তা দেখানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে, “এই লিংকটি অরক্ষিত হতে পারে”। তবে ব্যবহারকারীরা ইচ্ছা করলে সতর্কবার্তা উপেক্ষা করে লিংকে প্রবেশ করতে পারছেন।
এদিকে, প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইলন মাস্কের মালিকানাধীন এক্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে সরকারি কর্মী ছাঁটাই কার্যক্রম পরিচালনা করছে। গত ১৪ ফেব্রুয়ারি একদিনেই প্রায় ৯,৫০০ ফেডারেল কর্মী বরখাস্ত হয়েছেন। ফেডারেল কর্মীদের একটি বড় অংশ নিরাপদ যোগাযোগের জন্য সিগন্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করতেন বলে জানা গেছে।
এক্স-এর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তবে এটি ইচ্ছাকৃত ব্লক নাকি প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় স্প্যাম ফিল্টারের অংশ, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র : এনগ্যাজেট