সব এক্স ব্যবহারকারীর জন্য বিনামূল্যে গ্রোক চ্যাটবট

Screenshot

টেকভিশন২৪ ডেস্ক: এক্স ব্যবহারকারীরা এখন প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই এআই চ্যাটবট ‘গ্রোক’ ব্যবহার করতে পারবেন। নতুন আপডেট অনুযায়ী, ব্যবহারকারীরা প্রতি ২ ঘণ্টায় ১০টি প্রম্পট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

দ্য ভার্জ জানিয়েছে, ইতিমধ্যে ব্যবহারকারীরা এই পরিবর্তন লক্ষ্য করেছেন। গত মাসে টেকক্রাঞ্চ জানিয়েছিল যে, নিউজিল্যান্ডসহ নির্দিষ্ট কিছু দেশে গ্রোকের বিনামূল্য সংস্করণ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।

ব্যবহারকারীরা প্রতি ২ ঘণ্টায় ১০টি চিত্র বিনামূল্যে তৈরি করতে পারবেন। তবে, প্রতিদিন শুধুমাত্র ৩টি চিত্র বিশ্লেষণ করার অনুমতি রয়েছে। এর বেশি কিছু করতে চাইলে সাবস্ক্রিপশন প্রয়োজন হবে বলে এক পোস্টে জানিয়েছে এক্স।

এর আগে, গ্রোক শুধুমাত্র এক্সের প্রিমিয়াম সদস্যদের জন্যই চালু ছিলো, যেটি ব্যবহার করতে মাসে ৮ ডলার থেকে শুরু করে ৮৪ ডলার পরিশোধ করতে হয়।

এই আপডেট ব্যবহারকারীদের জন্য গ্রোকের ব্যবহার বাড়াবে এবং এক্স প্ল্যাটফর্মে এআইয়ের ব্যবহারকে আরও জনপ্রিয় করে তুলবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন